আজ আমরা কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার সেরা পদ্ধতি গুলি নিয়ে আলোচনা করবো। বন্ধুরা, আমাদের হামেশাই পার্সোনাল কাজে বা কমার্সিয়াল কাজের জন্য ইমেজ বা ছবির প্রয়োজন হয়। যেমন, সোশ্যাল মিডিয়ায় কোনো ইমেজকে এডিটিং করে পোস্ট করা, কোনো ভালো ছবি নিজের ব্যক্তিগত গত কাজের জন্য সংগ্রহ করা। অথবা, নিজের ওয়েবসাইটের জন্য আর্টিকেলের সাথে মানানসই ইমেজ ও ইউটিউব চ্যানেলের থাম্বনেল বানানোর জন্য।
এখন, এই দরকারি ছবি যদি আমরা সোজা গুগলে গিয়ে ইমেজ সার্চ করে ডাউনলোড করে নিই তাহলে সেই ছবিতে কপিরাইট প্রতিবন্ধকতা এসে যেতে পারে। কারণ গুগলের সাধারণ ইমেজ সার্চ রেজাল্টে যে ইমেজ গুলো আসে, সেগুলো সবই কপিরাইট ফ্রি হয় না। এর জন্য অ্যাডভান্সড সার্চে গিয়ে আপনাকে একটি সেটিং করতে হবে, তারপর আপনি সব কপিরাইট ফ্রি ইমেজের তালিকা পেয়ে যাবেন। নিচে সেই সেটিং কিভাবে করতে হয়, তা নিয়ে আলোচনা করবো এবং কিছু সেরা সেরা ওয়েবসাইটের তালিকা দেবো যারা কপিরাইট ফ্রি ইমেজ বিনামূল্যে আপনাকে প্রদান করে থাকে।
কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার পদ্ধতি
প্রথমে আমরা গুগলের ইমেজ সার্চ রেজাল্টের অ্যাডভান্সড সেটিংস অপশন থেকে সেটিংসে কিছু চেঞ্জ করে কপিরাইট ফ্রি ইমেজের তালিকা বের করতে পারি এবং সেখান থেকে আমরা ইচ্ছেমতো কপিরাইট মুক্ত ছবি ডাউনলোড করতে পারি।

(১) আপনি যদি মোবাইলের ব্রাউজার থেকে গুগল খোলেন তাহলে প্রথমেই আপনার ব্রাউজারটি মোবাইল ভিউ থেকে ডেস্কটপ ভিউতে চেঞ্জ করুন। এর জন্য ডানদিকে উপরের কোনায় তিনটি ডট আছে ওখানে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নিন।

(২) এরপর আপনি যে বিষয়ের উপর ইমেজ চান, সেই বিষয়টি গুগলে টাইপ করুন। এরপর আপনার কাছে একটি রেজাল্ট আসবে। ওখানে ইমেজ বলে একটি অপশন আছে ওই অপশনটি সিলেক্ট করলে আপনার কাছে ওই বিষয়ের সব ইমেজ রেজাল্ট চলে আসবে।

(৩) এখন আপনাকে ডানদিকে কোনায় টুলস বলে একটি অপশন আছে ওখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করলেই নিচে একটি মেনু আসবে। ওখান থেকে ইউজেস রাইটস এর ড্রপ ডাউন মেনু থেকে লেবেলড ফর রিইউজ অপশনটি সিলেক্ট করতে হবে।

এখন আপনার সার্চ রেজাল্টে যে সমস্ত ইমেজ দেখা যাচ্ছে ওগুলি সবই কপিরাইট ফ্রি ইমেজ। এখন আপনি ইচ্ছেমতো ডাউনলোড করে ইমেজ গুলি আপনার প্রজেক্টের কাজে ব্যবহার করতে পারবেন।
কপিরাইট ফ্রি ইমেজের কিছু সেরা ওয়েবসাইট
আজকের দিনে আপনার প্রজেক্টের জন্য মন চাওয়া বিষয়ের উপর মানানসই ইমেজ খুঁজে নেওয়া কোনো কষ্টকর বিষয় নয়। অনেক ওয়েবসাইট আছে যারা বিনামূল্যে আমাদের এই কপিরাইট ফ্রি ইমেজের পরিষেবা দিয়ে চলেছে। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আসুন জেনে নিই সেরকম কিছু ওয়েবসাইটের তালিকা।
(১) Pixabay
আমার মন পসন্দ ওয়েবসাইটের তালিকায় সব সময় পিক্সাবে এক নম্বরে থাকবে। এখান থেকে আপনি আনলিমিটেড ইমেজ ডাউনলোড করতে পারবেন এবং অরিজিনাল পাবলিশার্সকে কোনো ক্রেডিট না দিয়েই আপনার প্রজেক্টের জন্য সেই ইমেজ ব্যবহার করতে পারবেন। একই ইমেজ আলাদা আলাদা রিসোলিউশনে পাওয়া যায়। শুধু ইমেজ নয় এখান থেকে আপনি ভেক্টর গ্রাফিক্স, ইলুস্ট্রেশন ও ভিডিও পাবেন, যেগুলো আপনি প্রজেক্টে ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন : গুগল ইমেজ থেকে কিভাবে ইমেজ দিয়ে সার্চ করবেন
(২) Unsplash
পিক্সাবে এর মতো unsplash ও ইউজার দের ফ্রি ইমেজ প্রদান করে থাকে। প্রতিদিন নিত্য নতুন ছবির ভান্ডারের সাথে এর ঝুলি বেড়ে উঠছে। এখান থেকেও আপনি আপনার পছন্দের ইমেজ খুঁজে নিতে পারবেন।
(৩) Pexels
পিক্সেল এ মাঝে মধ্যে ছবির সাথে তাদের লিঙ্ক উল্লেখ করতে বলে। কিন্তু অন্যান্য ওয়েবসাইট গুলির মত এখানেও ফ্রি ইমেজ পাওয়া যায়।
(৪) Flickr
এই flickr ওয়েবসাইট থেকেও আপনি ইচ্ছেমতো ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারবেন। তবে তার আগে আপনাকে এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।
এছাড়াও এরকম আরো এই ধরনের অনেক ওয়েবসাইট আছে, যারা সবাই কপিরাইট ফ্রি ইমেজ প্রদান করে থাকে। তাদের মধ্যে অন্যতম হল – picjumbo.com , gratisography.com , stockvault.net , pikwizard.com , morguefile.com , reshot.com ইত্যাদি ।