Thursday, April 25, 2024
Homeবড় ব্যবসাতেল নিষ্কাশন মেশিন

তেল নিষ্কাশন মেশিন

সাধারণত আমরা তেল মিল বলে থাকি, তা তেল এক্সপেলার মেশিন বা তেল প্রেস মেশিন বা তেল নিষ্কাশন মেশিন নামেও পরিচিত। ছোট ব্যবসার ক্ষেত্রে এটি একটি খুব ভালো ব্যবসা।

সারাবছর ধরেই মার্কেটে ভালো সরষের তেলের চাহিদা থাকে এবং এই সরষের তেল প্রতিটি বাড়িতে রোজ ব্যবহৃত হয়। তাই এই ব্যবসার মার্কেট ভ্যালু ও ভবিষ্যৎ খুব ভালো। যদি আপনি তেলের কোয়ালিটি ভালো রেখে একবার মার্কেট ধরতে পারেন বা মার্কেটে আপনার ব্যবসা ওঠাতে পারেন, তাহলে আপনার আর চিন্তা নেই। আপনি এই ব্যবসায় সফল হবেন।

তেল নিষ্কাশন পদ্ধতি

তেল নিষ্কাশনের জন্য যে মেশিনটি ব্যবহৃত হয় তা অটোমেটিক পদ্ধতিতে সরষের বীজ থেকে সরষের তেল নিষ্কাশন করে। এই মেশিন ব্যবহার করা খুবই সহজ। প্রথমে আপনি বাজার থেকে ভালো মানের সরষের বীজ কিনে আনলেন বা আপনি আপনার এলাকায় চাষীর কাছ থেকেও এই সরষের বীজ কিনতে পারেন। এবার মেশিনের নির্দেশিত জায়গা বা হোলারে এই সরষের বীজগুলো নির্দিষ্ট পরিমাণে রাখলেন। এবার মেশিনটি চালু করুন। অটোমেটিক পদ্ধতিতে সরষের বীজ পেষা হয়ে এই সরষের তেল বেরিয়ে আসবে। এবার ফিল্টার প্রেস মেশিনের সাহায্যে এই তেলটি পরিশোধন করুন।

তেল নিষ্কাশন মেশিনগুলি তাদের কার্যক্ষমতা অনুসারে বিভিন্ন আকারের হয়-

  • ৪ টি বোল্ট যুক্ত তেল নিষ্কাশন মেশিনের সাহায্যে আপনি ঘন্টায় প্রায় ৪০ কেজি তেল বের করতে পারবেন।
  • ৬ টি বোল্ট যুক্ত তেল নিষ্কাশন মেশিনের সাহায্যে আপনি ঘন্টায় প্রায় ৬০ কেজি তেল বের করতে পারবেন।
  • ৯ টি বোল্ট যুক্ত তেল নিষ্কাশন মেশিনের সাহায্যে আপনি ঘন্টায় প্রায় ৯০ কেজি তেল বের করতে পারবেন।

মেশিনটি পরিচালনা করতে প্রায় ১০-১৫ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন মোটর ও ৪৪০ ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন।

ফিল্টার প্রেস মেশিনের জন্য ৫ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন মোটর প্রয়োজন।

মেশিনের দাম

  • ৪ টি বোল্ট যুক্ত তেল নিষ্কাশন মেশিনের দাম প্রায় ৮০,০০০ টাকা।
  • ৬ টি বোল্ট যুক্ত তেল নিষ্কাশন মেশিনের দাম প্রায় ১,২০,০০০ টাকা।
  • ৯ টি বোল্ট যুক্ত তেল নিষ্কাশন মেশিনের দাম প্রায় ১,৫০,০০০ টাকা।
  • এছাড়া ১০-১৫ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন মোটরের দাম প্রায় ২০,০০০ টাকা।
  • মোটরসহ ফিল্টার প্রেস মেশিনের দাম প্রায় ৫৫,০০০ টাকা।

অবশ্যই পড়ুন : নিচের লিঙ্কে ক্লিক করে –
আপনার ব্যবসার জন্য   উপযুক্ত জায়গা নির্বাচন,  লাইসেন্স ও মেশিন কেনার ঠিকানা

আপনি এর সম্বন্ধে আরও জানতে ও রিভিউ পড়তে নিচের ওয়েবসাইট গুলিতে ভিসিট করতে পারেন-

আরও পড়ুন –

আগরবাতি ধূপের ব্যবসা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

‘খাতা’ তৈরি করে ব্যবসা

আজকের দিনে খাতার ব্যবহার স্কুল-কলেজ, অফিস- আদালত , দোকান - পত্র সর্বত্রই সারাবছর আছে।  তাই,  আমরা লাইন টানা,  সাদা,  বিঞ্জানের প্র্যাকটিক্যাল খাতা,  হিসাব পত্রের...
- Advertisment -

Most Popular