Wednesday, April 17, 2024
Homeছোট ব্যবসাস্টেপলারের 'পিন' তৈরি করে বিজনেস

স্টেপলারের ‘পিন’ তৈরি করে বিজনেস

স্কুল – কলেজ, অফিস – আদালত, দোকানপত্র সর্বত্রই কাগজপত্র একসঙ্গে আটকে রাখার জন্য স্টেপলারের ব্যবহার করে থাকে। মেশিনের সাহায্যে স্টেপলারের পিন তৈরি করে আমরা দোকান, স্কুল – কলেজ, অফিসে সাপ্লাই করতে পারি।

পদ্ধতি: 

কলকাতার বড়বাজার অঞ্চলে সস্তায় তামার এবং লোহার রোল কিনতে পাওয়া যায়। লোহার রোলের কেজি প্রতি দাম পড়বে ৩০ – ৩৫ টাকা। তামার তারের ক্ষেত্রে কেজি প্রতি মূল্য ৫০০ – ৬০০ টাকা। এবার মেশিনের রোলারে এই তারের রোল রাখতে হবে, এবং রোলের একটি মুখ মেশিনের মধ্যে লাগিয়ে দিতে হবে। এরপর মেশিন চালু করলে নিজে থেকেই স্টেপলারের পিন তৈরি হতে থাকবে।ছোট  – বড়ো বিভিন্ন মাপের পিন তৈরির জন্য আলাদা আলাদা অ্যাটাচমেন্ট পাওয়া যায়। এই মেশিনের সাহায্যে একেকবারে ২০ থেকে ২৫ টি করে স্টেপলারের পিন তৈরি করা যায়।

মেশিনের দাম : 

স্বয়ংক্রিয় এই মেশিনের মোটর সমেত দাম ১,৬০,০০০ টাকা। এর মধ্যে একটি অ্যাটাচমেন্ট পাওয়া যাবে। আলাদা করে অ্যাটাচমেন্ট নিলে এক একটির মূল্য ৩০,০০০ টাকা করে পড়বে।

অবশ্যই পড়ুন:নিচের লিঙ্কে ক্লিক করে –

আপনার ব্যবসার জন্য   উপযুক্ত জায়গা নির্বাচন,  লাইসেন্স ও মেশিন কেনার ঠিকানা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

‘খাতা’ তৈরি করে ব্যবসা

আজকের দিনে খাতার ব্যবহার স্কুল-কলেজ, অফিস- আদালত , দোকান - পত্র সর্বত্রই সারাবছর আছে।  তাই,  আমরা লাইন টানা,  সাদা,  বিঞ্জানের প্র্যাকটিক্যাল খাতা,  হিসাব পত্রের...
- Advertisment -

Most Popular