Thursday, March 28, 2024
Homeছোট ব্যবসামার্বেল ও মোজাইক পালিশ করার মেশিন

মার্বেল ও মোজাইক পালিশ করার মেশিন

মার্বেল ও মোজাইক পালিশ করার মেশিনের সাহায্যে ব্যবসা করে আমরা ভালো টাকা রোজগার করতে পারি। আজকের দিনে চারিদিকে কনস্ট্রাকশনের কাজ বেড়েই চলছে, নতুন নতুন কত বহুতল বাড়িঘর, ফ্ল্যাট, শপিং মল ইত্যাদি তৈরি হচ্ছে। আর এসব কাজে প্রয়োজন হয় মার্বেল ও মোজাইক করার মেশিনের। আপনি কনস্ট্রাকশন কোম্পানি, এজেন্ট বা মিস্ত্রিদের সাথে যোগাযোগ রেখে এই কাজটি করার ঠিকাচুক্তি নিতে পারেন। এই কাজটি আপনি নিজেও করতে পারেন বা লেবারকে দিয়েও করাতে পারেন। অথবা, মিস্ত্রিদের মেশিনটি ভাড়া হিসেবেও দিতে পারেন। এইভাবে এই মেশিনের সাহায্যে আপনি খুব ভালো রোজগার করতে পারবেন।

মার্বেল ও মোজাইক পালিশ করার মেশিনের অপারেটিং পদ্ধতি

মেশিনটি অপারেট করা খুবই সহজ। মেশিনটি সামনে, পিছনে, ডানদিকে ও বামদিকে ঘোরানোর জন্য নিচে চাকা লাগানো আছে। এর দ্বারা নিজের প্রয়োজনমতো জায়গায় আপনি এটা মুভ করতে পারেন। মেশিনের আগের ভাগটিতে একটি স্লেট লাগানো আছে যেটি মেশিন চালু করার সাথে সাথে গোল গোল ভাবে ঘুরতে শুরু করে, এরই সাহায্যে ফ্লোর পালিশ করা হয়। মেশিনের সাথে একটি ছোট জলের পাইপ লাইন যুক্ত। যেটা ফ্লোর পালিশ করার আগে সেই জায়গায় জল দিতে সাহায্য করে। এইভাবে মেশিনটি চালু করে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্লোরের সমস্ত জায়গায় পালিশ করা হয়।

মেশিনের দাম ও কার্যক্ষমতা

এই মার্বেল ও মোজাইক পালিশ করার মেশিনের দাম কার্যক্ষমতা ও মডেল অনুসারে ভিন্ন ভিন্ন হয়।এর দাম প্রায় ১২,০০০ – ১৫,০০০ টাকার মতো পড়বে।

এই মেশিনটি চালাতে ২ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন মোটর ও ২২০ ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন।

অবশ্যই পড়ুন : নিচের লিঙ্কে ক্লিক করে –

আপনার ব্যবসার জন্য   উপযুক্ত জায়গা নির্বাচন,  লাইসেন্স ও মেশিন কেনার ঠিকানা

আপনি এর সম্বন্ধে আরও জানতে নিচের দেওয়া ওয়েবসাইট গুলিতে ভিসিট করতে পারেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

‘খাতা’ তৈরি করে ব্যবসা

আজকের দিনে খাতার ব্যবহার স্কুল-কলেজ, অফিস- আদালত , দোকান - পত্র সর্বত্রই সারাবছর আছে।  তাই,  আমরা লাইন টানা,  সাদা,  বিঞ্জানের প্র্যাকটিক্যাল খাতা,  হিসাব পত্রের...
- Advertisment -

Most Popular