Friday, April 19, 2024
Homeব্যবসা গাইডলাইনমাত্র ১০,০০০ টাকা মূলধনে শুরু করুন এই ৬ টি ব্যবসা

মাত্র ১০,০০০ টাকা মূলধনে শুরু করুন এই ৬ টি ব্যবসা

আজ আমি আপনাদের এরকম ৬ টি ব্যবসার কথা বলবো যেগুলো ১০,০০০ টাকা বা তার কম মূলধনের সাথে শুরু করা যায়। তাই দেরী না করে আসুন জেনে নিই সেই ৬ টি ব্যবসা কি কি? আমাদের এই ব্লগটি পড়তে থাকবেন, রোজ অনেক নতুন নতুন বিজনেস আইডিয়া আমি আপনাদের সাথে সব সময় শেয়ার করব।

১. এয়ার কম্প্রেসার মেশিন

আজকাল কাঠের কাজের উপর, গাড়ি, আলমারি, রেফ্রিজারেটর ইত্যাদি জিনিসের উপর রং করার জন্য এয়ার কম্প্রেসার মেশিন ব্যবহৃত হয়ে থাকে।

এই মেশিনের আনুমানিক দাম প্রায় ১০,০০০ টাকা।

পুরো পোস্ট পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন।

২. মোমবাতি তৈরির ব্যবসা

মোমবাতি তৈরির ব্যবসা শুরু করতে যেমন স্বল্প মূলধনের প্রয়োজন হয় তেমনি প্রয়োজন হয় কম শ্রমিকের। একেবারে বাড়ি থেকে শুরু করা যাবে এবং প্রথমদিকে পার্ট টাইম হিসেবে কাজ করা যেতে পারে। ধীরে ধীরে ব্যবসা বাড়লে ফুল টাইম করে নেবেন।মোমবাতি বানানো খুবই সহজ এবং এর জন্য বেশি মেশিনের প্রয়োজন হয় না।মোমবাতি যে কোনো ধর্মীয় উপাসনালয়, অনুষ্ঠান, পূজো- পার্বণ, বা আজকাল বাড়িতে,জন্মদিনের পার্টিতে, রেস্টুরেন্টে সুন্দর করে পরিবেশকে সাজানোর জন্য রঙীন এবং সেন্টেড মোমবাতির ব্যবহার করা হয়। 

পুরো পোস্ট পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন।

৩. চক তৈরির মেশিন

আজকের দিনেও স্কুল – কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চকের ব্যবহার আছে। চকের চাহিদা সারাবছরই থাকে। আমরা ছাঁচের চক তৈরি করে বাক্সে ভরে স্কুল – কলেজ বা দোকানে অর্ডার অনুযায়ি সাপ্লাই করতে পারি।

পুরো পোস্ট পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন।

৪. কয়েল ওয়ান্ডিং মেশিন

আপনি যদি ইলেকট্রিক জিনিসের রিপেয়ারিং করেন বা ইলেকট্রিকের কাজ করেন তাহলে এই কয়েল ওয়ান্ডিং মেশিনটি আপনার কাজে আসতে পারে। এই মেশিনের সাহায্যে আপনি ছোট ট্রান্সফরমার,ট্রানজিস্টরের কয়েল ইত্যাদি তৈরি করে স্হানীয় দোকানে অর্ডার অনুযায়ী সরবরাহ করতে পারেন। 

পুরো পোস্ট পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন।

৫. ল্যামিনেশন মেশিন

আজকের দিনে আমরা সবাই প্রয়োজনীয় কাগজপত্র যেমন আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, মার্কশীট এছাড়া ছোট – বড় বিভিন্ন মাপের ছবি ল্যামিনেট করে সুরক্ষিত রাখি। এই ল্যামিনেট করতে প্রয়োজন হয় ল্যামিনেশন মেশিনের। খুবই অল্প খরচে এই ল্যামিনেশন মেশিন কিনে আমরা এর থেকে ভালো উপার্জন করতে পারি।

পুরো পোস্ট পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন।

৬. উলের বল ওয়ান্ডিং মেশিন

উলের বল তৈরি বা ওয়েন্ডার মেশিন একটি ছোট ব্যবসা শুরু করার জন্য যথোপযুক্ত। বিশেষ করে শীতকালে মার্কেটে উলের খুব চাহিদা থাকে। এছাড়াও বছরের অন্যান্য সময়েও শোয়েটার বা শীতকালীন পোশাক তৈরি করার জন্য সবাই মার্কেট থেকে এই উলের বল কিনে থাকে।

এই উলের বল দিয়ে শোয়েটার, মাফলার, স্কার্ফ, শীতের টুপি ইত্যাদি তৈরি করার কাজে ব্যবহৃত হয়। এই উলের ওয়েন্ডার মেশিনের সাহায্যে উলের থেকে আপনি একটি উলের বল তৈরি করে বাজারে বিক্রি করতে পারেন।

পুরো পোস্ট পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন।

RELATED ARTICLES

‘খাতা’ তৈরি করে ব্যবসা

আজকের দিনে খাতার ব্যবহার স্কুল-কলেজ, অফিস- আদালত , দোকান - পত্র সর্বত্রই সারাবছর আছে।  তাই,  আমরা লাইন টানা,  সাদা,  বিঞ্জানের প্র্যাকটিক্যাল খাতা,  হিসাব পত্রের...
- Advertisment -

Most Popular