Thursday, March 28, 2024
Homeব্যবসা গাইডলাইনছোট ব্যবসার জন্য ভারতের সেরা 10 টি পেমেন্ট গেটওয়ে

ছোট ব্যবসার জন্য ভারতের সেরা 10 টি পেমেন্ট গেটওয়ে

আপনি কি আপনার ব্যবসার জন্য সঠিক পেমেন্ট গেটওয়ে ব্যবস্থা সরবরাহকারীর অনুসন্ধান করেছেন! যদি হ্যাঁ, আজ আমরা এই পোস্টে ভারতে অনলাইনে লেনদেনের জন্য 12 টি শীর্ষস্থানীয় পেমেন্ট গেটওয়ে ব্যবস্থা নিয়ে আলোচনা করব।

ভারতে পেমেন্ট গেটওয়ে পরিষেবা প্রদানকারী সংখ্যা দিনের পর দিন খুব দ্রুত বাড়ছে, কারণ দিন দিন অনলাইন লেনদেনের চাহিদা বেড়েই চলছে। এই কারণে আজকের দিনে ভারতে ই-কমার্স স্টোর সেট আপ করা এবং অনলাইনে পণ্য বিক্রয় করা খুবই সহজ হয়ে উঠেছে। অনলাইনে আপনার পণ্য বিক্রি করার জন্য দরকার একটি অনলাইন স্টোর ও পেমেন্ট লেনদেনের জন্য পেমেন্ট গেটওয়ে।

পেমেন্ট গেটওয়ে কিভাবে কাজ করে

পেমেন্ট গেটওয়ের মাধ্যমে যখন অর্থনৈতিক লেনদেন হয় তখন বিক্রেতার ওয়েবসাইট থেকে ডেবিট বা ক্রেডিট কার্ডের ডিটেইলস পেমেন্ট গেটওয়ে পাঠানো হয়। গেটওয়ে তখন কাস্টমারের দেওয়া যাবতীয় ডিটেইলস তার ব্যাংকের সাথে যাচাই করে।

যদি সমস্ত ডিটেইলস ব্যাংকের রেকর্ড এর সাথে মিলে যায়, তখন পেমেন্ট গেটওয়ে ব্যাংকের নাম ও টাকার পরিমান সমস্ত যাচাই করে টাকা কাস্টমার অ্যাকাউন্ট থেকে বিক্রেতার অ্যাকাউন্টে স্থানান্তরিত করে।

ভারতের কয়েকটি শীর্ষস্থানীয় পেমেন্ট গেটওয়ে এর তালিকা

১. CC Avenue

ভারতের প্রায় 85 পার্সেন্টেজ ভারতীয় ই-কমার্স ব্যবসার জন্য সিসি অ্যাভিনিউ এর পেমেন্ট গেটওয়ে পরিষেবা গ্রহণ করে থাকে।

সেট আপ প্ল্যান: প্রাথমিকভাবে স্টার্ট আপ প্রো প্ল্যান নিখরচায় শুরু করা যায়। তবে টাকা দিয়ে বিশেষ সুবিধার প্ল্যান ও নেওয়া যায়।

MakeMyTrip, ClearTrip, AirAsia, RedBus, Yatra, Snapdeal, Myntra ইত্যাদি কোম্পানি সিসি অ্যাভিনিউ’র জনপ্রিয় ক্লায়েন্ট।

২. Atom

অ্যাটম কোম্পানি ২০০৬ সালে শুরু হলেও এখন ভারতের পেমেন্ট গেটওয়ে পরিষেবায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে তারা এক লক্ষেরও বেশি ক্ষুদ্র ব্যবসাকে নিজেদের পরিষেবা দিয়ে চলেছে। এদের পরিষেবার দুটো প্রেম রয়েছে একটি স্ট্যান্ডার্ড আমি অন্যটি এন্টারপ্রাইজ প্ল্যান।

ফি সেট আপ: এরা স্ট্যান্ডার প্ল্যান বিনামূল্যে প্রদান করে এবং এন্টারপ্রাইজ প্ল্যানের জন্য ২৪০০ টাকা নেয়।

জনপ্রিয় ক্লায়েন্ট: BigBazar, IRCTC, Reliance Securities, Spicejet ইত্যাদি।

৩. Citrus

সিট্রাস বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় পেমেন্ট গেটওয়ে পরিষেবা প্রদানকারী গেটওয়ে। সত্যেন কোঠারি ও জিতেন্দ্র গুপ্ত এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। বর্তমানে অনেক উচ্চ স্তরীয় কোম্পানি সিট্রাস পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে থাকে।

সেট আপ ফি: সম্পূর্ণ বিনামূল্যে।

জনপ্রিয় ক্লায়েন্ট: ProfitBooks, Emirates, Etihad, Airtel ইত্যাদি।

৪. PayUmoney

পে ইউ মানি ভারতের অন্যতম জনপ্রিয় গেটওয়ে যা ছোট ব্যবসা গুলিকে অনলাইন পরিষেবা নির্বিঘ্নে দিতে সক্ষম। এর পাশাপাশি পেইউমানিতে লেনদেনগুলো 128-bit এসএসএল এনক্রিপশন দ্বারা সুরক্ষিত।

৫. InstaMojo

ইনস্টা মোজো ভারতে 2012 সালে তার কার্যক্রম শুরু করলেও খুব অল্প সময়ের মধ্যে সংস্থাটি ভারতের অন্যতম বৃহত্তর পেমেন্ট গেটওয় পরিষেবা ব্যবহারকারী হয়ে উঠেছে। বর্তমানে তারা ভারতে প্রায় তিন লাখেরও বেশি ছোট ব্যবসায়ী দের গেটওয়ে পরিষেবা দিয়ে থাকে। সুরক্ষা ব্যাংকিং প্রতিষ্ঠান মতই ভালো । ইনস্তমজো একটি pci-dss অনুবর্তী অনলাইন পেমেন্ট গেটওয় ব্যবস্থা সরবরাহ করে। এটি পরিচালনা করা খুবই সহজ এবং ছোট ব্যবসার জন্য খুব দৃঢ়ভাবে সুপারিশ করা হয়।

৬. EBS

2005 সালে প্রতিষ্ঠিত ইবিএস সলিউশনস এর সদর দপ্তর মুম্বাইতে। ইবিএস এখন ইনজেনিকো গ্রুপের একটি সম্পূর্ণ মালিকাধীন সহায়ক সংস্থা।

সেট আপ প্ল্যান: ৪৭৯৯ টাকা থেকে ২৩৯৯৯ টাকা পর্যন্ত এর প্ল্যান আছে। আপনার রেঞ্জ অনুযায়ী পছন্দের প্ল্যান ব্যবহার করুন।

জনপ্রিয় ক্লায়েন্ট: snapdeal, FirstCry, BabyOye ইত্যাদি

৭. DirecPay

মূলত ডাইরেকপে টাইমস গ্রুপের একটি সংস্থা। ডাইরেকপে প্রথম ভারতীয় সংস্থা যারা ক্রেডিট কার্ড গেটওয়ে প্রদান করা ছাড়াও ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এবং মোবাইল পেমেন্ট সহ সমস্ত ই-কমার্স প্রেমেন্ট প্রসেসিং এর জন্য দ্রুত, নির্ভরযোগ্য এবং সুরক্ষিত পরিষেবা প্রদান করে।

সেট আপ প্ল্যান: এদের ৩ টি প্ল্যান আছে যা শূন্য থেকে শুরু করে ২০,০০০ টাকা পর্যন্ত ।

জনপ্রিয় ক্লায়েন্ট: Google India, Policy Bazar, Rediff.com, IndiaTimes, Paytm ইত্যাদি।

৮. PayUbiz

পেইউবিজ নাস্পার্সের একটি মালিকানাধীন সংস্থা। ধীরে ধীরে পেইউবিজ ভারতের একটি গুরুত্বপূর্ণ পেমেন্ট গেটওয়ে সংস্থা রূপে প্রকাশলাভ করেছে।

প্ল্যান সেট আপ: ৪,৯০০ টাকা থেকে ২৯০০০ টাকা পর্যন্ত এর প্ল্যান গুলি রয়েছে।

জনপ্রিয় ক্লায়েন্ট: Jabong, BookMyShow, Freecharge, Zomato, Goibibo, Olx, Ola, Shopclues, Pepperfry ইত্যাদি।

৯. Mobikwik

মবিকুইক পেমেন্ট গেটওয়ে যা পূর্বে zaakpay নামে পরিচিত ছিল, এটি একটি পাওয়ারফুল পেমেন্ট সলিউশন। এটি আপনি আপনার অনলাইন বিজনেস এর জন্য ব্যবহার করতে পারেন। এতে দুটি প্ল্যান আছে – একটি ছোট ব্যবসার জন্য অন্যটি এন্টারপ্রাইজ এর জন্য।

সেট আপ ফি: এটি সেটআপ করার জন্য কোন টাকা দিতে হয় না।

জনপ্রিয় ক্লায়েন্ট: zomato, uber, Business world ইত্যাদি।

১০.RazorPay

রেজোরপে হল কি অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবস্থা ক্রেডিটট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এমনকি পপুলার ওয়ালেট মানি যেমন জিও মানি, ওলা মানি, এয়ারটেল মানি, ফ্রিরিচার্জ সহ একাধিক ওয়ালেট মানি স্বীকার করে। এদের দুটি প্ল্যান আছে একটি স্ট্যান্ডার্ড প্ল্যান ও অন্যটি এন্টারপ্রাইজ প্ল্যান।

সেটআপ ফি: স্ট্যান্ডার্ড প্ল্যানের জন্য কোন সেট আপ ফি দিতে হয় না।

জনপ্রিয় ক্লায়েন্ট: NIIT, Yatra, Goibibo, Quikr ইত্যাদি।

এছাড়াও fonepaisa ও cashfree payment gateway নামে আরো দুটি নামি পেমেন্ট গেটওয়ে পরিষেবা প্রদানকারী সংস্থা রয়েছে। আপনি যেখান থেকে আপনার সুবিধে সেখান থেকে এই পরিষেবা গ্রহণ করতে পারেন।

পেমেন্ট গেটওয়ে সেটআপ এর সময় যে জিনিস গুলো খেয়াল রাখতে হবে

পেমেন্ট গেটওয়ে সেট আপ করার সময় আমাদের যে জিনিস গুলো খেয়াল রাখতে হবে তা নিয়ে আমরা নিচে আলোচনা করছি।

  • আপনার গ্রাহকের জন্য সহজে লেনদেন।
  • প্রতিটি ট্রানজেকশন এর জন্য কম কমিশন।
  • অনেক পেমেন্ট বিকল্পের সুবিধা।
  • রিফান্ড এবং ক্যাশব্যাক পলিসি যেন ভাল হয়।

পেমেন্ট গেটওয় বাছাই করা লাগে প্রধানত তিনটি জিনিস দেখে নিতে হয় সেগুলি হল সেট আপ ফি, বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি এবং লেনদেনের জন্য ফি। বেশিরভাগ সংস্থাই ছোট ব্যবসার জন্য কোন সেট আপ ফি নেয় না কিন্তু এন্টারপ্রাইজ এর ক্ষেত্রে কিছু ফি নেয়। এর জন্য আপনাকে পরিষেবা প্রদানকারী কোম্পানির সাথে ভালো করে কথা বলে নিতে হবে।

পরিশেষে আপনাকে অনলাইন ব্যবসা অর্থনৈতিক লেনদেনের জন্য দুটি পেমেন্ট গেটওয়ে ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি কোন কারনে একটি অচল হয়ে যায়, তাহলে তার জন্য যেন আর একটি ব্যাকআপ সেটআপ থাকে।

Source : Internet

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

‘খাতা’ তৈরি করে ব্যবসা

আজকের দিনে খাতার ব্যবহার স্কুল-কলেজ, অফিস- আদালত , দোকান - পত্র সর্বত্রই সারাবছর আছে।  তাই,  আমরা লাইন টানা,  সাদা,  বিঞ্জানের প্র্যাকটিক্যাল খাতা,  হিসাব পত্রের...
- Advertisment -

Most Popular