বিভাগগুলির নাম: (১) ভূমি ও ভূমি সংস্কার বিভাগ (২) শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন বিভাগ
নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের উদ্দেশ্য: এটি গ্রামীণ বাংলার গৃহহীন মানুষের একটি অনন্য বহুমুখী প্রকল্প। গ্রামবাংলার অসংখ্য মানুষের নিজের বাড়ির স্বপ্ন বাস্তবায়নের জন্য, পশ্চিমবঙ্গ সরকার এই নীজ গৃহ, নীজ ভূমি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় গৃহহীন কৃষি শ্রমিক, কারিগর ও জেলেদের পরিবার প্রতি পাঁচ ডেসিমেল জমির মালিকানা দেওয়া হয়েছে। তারা সরকারের কাছ থেকে সাহায্যে এবং তাদের পরিবারের সদস্যদের শ্রমের সাহায্যে এই জমিতে বাড়ি তৈরি করতে সক্ষম হবে এবং তারা বাড়ির সংলগ্ন জমিতে কৃষিকাজ বা পশুপালন ইত্যাদি করতে পারবে।
স্বাস্থ্য সাথী প্রকল্প – Swasthya Sathi Scheme
কে আবেদন করতে পারে: গৃহহীন কৃষি শ্রমিক, কারিগর এবং জেলেরা আবেদন করতে পারেন। বিভিন্ন স্ব-সহায়তা গোষ্ঠীর প্রান্তিক লোকেরাও আবেদন করতে পারেন।
যোগাযোগ: আগ্রহী ব্যক্তিরা বি.এল.এন্ড এল .আর অফিসে যোগাযোগ করতে পারেন।