Prochesta Prakalpa App [Download App] | দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অনলাইনে Prochesta Prakalpa এর ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেছে। আপনারা এখনই প্রচেষ্টা প্রকল্পের অ্যাপটি ডাউনলোড করে নিন। এবং অ্যাপের সাহায্যে অনলাইনে ফর্মটি ফিলাপ করে দিন। আমি নিচে অ্যাপ ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট এড্রেস ও অ্যাপের ডাউনলোড ফাইল দুটোই দিয়ে দেবো। আপনি যেখান থেকে খুশি অ্যাপটি আপনার মোবাইলের জন্য ডাউনলোড করতে পারেন।
কারা আবেদন করতে পারবেন
পশ্চিমবঙ্গের যে কোনো স্থায়ী বাসিন্দা এই Prochesta Prakalpa এর সুবিধা গ্রহণ করার জন্য আবেদন করতে পারেন।
নোট:
- যে ব্যক্তি এই প্রচেষ্টা প্রকল্পে আবেদন করবেন তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হতে হবে।
- একটি পরিবার থেকে একমাত্র একজন এই প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য বিবেচিত হবেন।
- এই স্কিমের পরিবারের মধ্যে স্বামী,স্ত্রী ও অবিবাহিত সন্তানও যুক্ত আছে।
কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না
পশ্চিমবঙ্গ সরকারের যে কোন প্রকারের পেনশন প্রকল্প যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অক্ষমতা ভাতা ইত্যাদি এবং সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প(SSY) ও 100 দিনের কাজের প্রকল্পে(MGNREGA) সুবিধা পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পের আবেদন করতে পারবে না।
আরও পড়ুন: মাত্র ১০,০০০ টাকা মূলধনে শুরু করুন এই ৬ টি ব্যবসা
গুরুত্বপূর্ণ নথিপত্র যেগুলি আবেদন করার সময় লাগবে
- আধার কার্ড।
- ডিজিটাল রেশন কার্ড।
- মোবাইল নম্বর।
- ব্যাঙ্কের ডিটেলস (ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর, ব্রাঞ্চের নাম, IFSC code ইত্যাদি।)
- ফটোকপি।
আগামী 15 ই মে পর্যন্ত এই প্রকল্পে আবেদন করা যেতে পারে। আপনার দরখাস্ত যদি উপযুক্ত বলে বিবেচিত হয় তবেই আপনার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা জমা হবে।
Prochesta Prakalpa এর অ্যাপ ডাউনলোড করার অফিসিয়াল ওয়েবসাইট
এখন সবাই একসাথে এই অ্যাপ ডাউনলোড করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করছে। তাই হতে পারে কখনো কখনো সার্ভার ডাউন হয়ে যায়, তাই অপেক্ষা করে আবার পুনরায় চেষ্টা করতে পারেন।
Prachesta wb (Official)
অন্যথায়, নিচে আমাদের দেওয়া link থেকে আপনি অ্যাপ apk file টি ডাউনলোড করে অ্যাপটি ইনস্টল করতে পারবেন। [Download App] from below link. Prochesta prakalpa app download.
উপরের ডাউনলোড লিংকে গেলে এরকম একটি পেজ দেখতে পাবেন। এই পেজে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন ওখান থেকে apk ফাইল টি ডাউনলোড করুন।
ডিজিটাল রেশন কার্ডের ডিটেইলস কিভাবে বের করবেন:
প্রচেষ্টা প্রকল্পের ফর্ম ফিলাপের সময় আপনার ডিজিটাল রেশন কার্ডের নম্বর ও রেশন কার্ডের ক্যাটাগরি দরকার হয়। আপনি অনলাইনে এই ডিটেলস চেক করতে পারবেন ফুড ডিপার্টমেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আমি নিচে ফুড ডিপার্টমেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইটের এড্রেস দিচ্ছি ওখান থেকে চেক করে নেবেন।
Check your digital ration card status
অ্যাপে কেনো করা হলো
কিছুদিন আগে এই Prochesta Prakalpa এর ফর্ম অফ লাইনে জমা নেওয়া হচ্ছিল। এই অফলাইনে ফর্ম ফিলাপ করে আপনাকে বিডিও অফিসে জমা দিতে হচ্ছিল। এই কারণে বিডিও অফিসে প্রচুর মানুষের ভিড় হচ্ছিল। যেহেতু কোভিড- ১৯ কারণে আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে সেই কথা ভেবে প্রচেষ্টা প্রকল্পের ফর্ম অফলাইনে না করে অনলাইনে করা হয়।
আপনি এই Prochesta Prakalpa এর জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। অনেক সময় সার্ভার ব্যস্ততার কারণে সাইটটি নাও খুলতে পারে তখন নিচের ডাউনলোড লিংক থেকে apk ফাইল টি ডাউনলোড করতে পারেন। এই ফাইলটি অফিশিয়াল সাইট থেকে ডাউনলোড করা। এই এপিকে ফাইল ডাউনলোড করার পর আপনি আপনার মোবাইলে প্রচেষ্টা প্রকল্পের অ্যাপটি ইন্সটল করতে পারবেন।
প্রচেষ্টা প্রকল্প
এই প্রচেষ্টা প্রকল্প কি? কেন শুরু করা হলো এই প্রচেষ্টা প্রকল্প?
আমরা সবাই জানি যে করোনা সংক্রমণে ভারতসহ আজ গোটা বিশ্ব জর্জরিত। সমস্ত জায়গায় লকডাউন পালন করা হচ্ছে। সেই কারণে আমাদের দেশের সমস্ত শ্রমিক ও দিনমজুররা কাজ হারিয়েছে। তাই তাদেরকে সাহায্যের হাত এগিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রচেষ্টা প্রকল্প শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের জন্য। যে সমস্ত শ্রমিক ও দিনমজুররা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং নিজেদের দৈনন্দিন রুজি রুটি জোগাড় করতে হিমশিম খাচ্ছে তাদের আর্থিক সহায়তা করবে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রচেষ্টা প্রকল্পের মাধ্যমে তাদের এক হাজার টাকার মতো আর্থিক সহায়তা দেবে সরকার।
আবেদনপত্র গ্রহণ করা হলে:
আপনি যদি Prochesta Prakalpa এর আবেদনপত্র জমা দিয়ে থাকেন বা অনলাইনে ফর্ম ফিলাপ করে থাকেন তাহলে আপনার এই আবেদন পত্র বিবেচনাযোগ্য। সরকারি উচ্চপদস্থ আধিকারিকরা আপনার এই আবেদনপত্রটি ভালোভাবে যাচাই করবেন যে আপনি আর্থিকভাবে পীড়িত কিনা। যদি তারা বিবেচনা করে দেখেন যে আপনি আর্থিকভাবে পীড়িত, তখন শ্রম দপ্তর ওই টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন।
FAQ:
না, এই Prochesta Prakalpa এর ফর্ম ফিলাপ টি শুধুমাত্র মোবাইল অ্যাপের মাধ্যমে সম্ভব।
না, একটি মোবাইল ডিভাইস থেকে শুধুমাত্র একটি আবেদনপত্র জমা দেওয়া যাবে।
না, এখনো পর্যন্ত প্রচেষ্টা প্রকল্পের মোবাইল অ্যাপ গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল নয়। আপনাকে apk ফাইল অফিসিয়াল ওয়েবসাইট বা উপরে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে হবে।
একটি পরিবারের শুধুমাত্র একজন ব্যক্তি এই প্রকল্পের আবেদন করতে পারবেন।
পশ্চিমবঙ্গের যেকোনো স্থায়ী বাসিন্দা এ প্রকল্পে আবেদন করতে পারেন।
পশ্চিমবঙ্গ সরকারের যে কোন প্রকারের পেনশন প্রকল্প যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অক্ষমতা ভাতা ইত্যাদি এবং সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প(SSY) ও 100 দিনের কাজের প্রকল্পে(MGNREGA) সুবিধা পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পের আবেদন করতে পারবে না।
প্রচেষ্টা প্রকল্পের অ্যাপটি উপরে দেওয়া লিংকে ডাউনলোড করুন এবং অ্যাপটি ইন্সটল করে স্টেপ বাই স্টেপ সূচনা ফলো করে আপনি ফর্মটি ফিলাপ করতে পারেন।
Prochesta Prokalpa Mobile App: Quick Overview
Name of the App | Prochesta Prakalpa |
Beneficiary | Migrants worker only |
Benefit Amount | Rs 1000 |
State | West Bengal |
Year | 2020 |
App Status | Available |
App link | available above |
drive theke dowownload hocche na. onno der drive theke download korte access permission dite lagbe. okhan tai tumi kheyal koro ni
hochhe … nahole abar kichu khan por try koro. ami korchi onno id diye…hochhe. ami access permission diye rekhechi.
The apps is not working since last 2 day’s.. I can’t get the OTP, after 30 seconds the apps automatically stopped.
ekhon server problem cholche,,,sabar khetre i ei problem cholche… thik hole janiye debo.
Pocesto pokulpo
No download
official link theke na hole…tar niche amar deoa r ekti link ache…ota theke download karun.