আপনি যদি আপনার অনলাইন শপের জন্য সেরা ইকমার্স প্ল্যাটফর্ম খুঁজছেন, তাহলে এই পোস্টটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভাল করে পড়ুন। আপনি যদি টেকনিক্যাল বা ই কমার্স ব্যাকগ্রাউন্ডের না হন, তাহলে ইকমার্স প্ল্যাটফর্ম গুলি বেছে নিতে আপনার অসুবিধে হতে পারে। এই জন্য আমরা এখানে ছোটো ব্যবসার জন্য উপযুক্ত সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম গুলি নিয়ে আলোচনা করব।
ই-কমার্সের বাজার দ্রুত গতিতে বাড়ছে এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের সাথে সাথে ছোট ব্যবসায়ী উদ্যোক্তাদের জন্য নতুন পথ উন্মুক্ত হচ্ছে। আজকাল আপনার পণ্যগুলি বিক্রির জন্য একটি অনলাইন স্টোর রাখতে খুব বেশি মূলধনের প্রয়োজন হয়না।
Post Contents
১. 3D CART

3D CART হল আধুনিক ওয়েব স্টোর সলিউশন যা ছোট ও মাঝারি ব্যবসা সেট আপের জন্য অনলাইনে স্টোর খুলতে সাহায্য করে। আপনি যদি অনেক কম খরচে ভালো ফিচারের একটি অনলাইন ইকমার্স প্ল্যাটফর্ম খুঁজছেন, তাহলে 3D CART আপনার জন্য আদর্শ সমাধান।
ফিচার:
- ইউজার ফ্রেন্ডলি
- সহজ পেমেন্ট ইন্টিগ্রেশন
- সমস্ত প্ল্যানের জন্য প্রচুর ভালো ভালো ফিচার
- সাধ্যের মধ্যে মাসিক ব্যয়
২. Shopify

Shopify ভারতের সেরা ই-কমার্স প্লাটফর্ম গুলির মধ্যে অন্যতম। ভারতে প্রায় 90 হাজার সাইট এই জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মটি ব্যবহার করে।
ফিচার:
- আপনার স্টোরটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য বেছে নিতে পারেন পেশাদার টেমপ্লেট।
- ২৪/৭ কাস্টমার সাপোর্ট – আপনি ফোন কল, অনলাইন লাইভ চ্যাট বা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
৩. Wix

Wix এর মাধ্যমে আপনি ড্রাগ এন্ড ড্রপ করে আপনার স্টোর টিকে তৈরি করতে পারবেন, এজন্য কোনো কোডিং এর দরকার পড়বে না। এছাড়াও এখানে অসংখ্য প্লাগিন এবং এক্সটেনশন আছে, যার দ্বারা আপনি আপনার সাইটটিকে পেশাদার ভাবে সাজিয়ে তুলতে পারেন।
ফিচার:
- উচ্চস্তরের কার্যকারিতা ও অনুকূল প্ল্যাটফর্ম।
- বিপুল সংখ্যক মার্কেটপ্লেস এক্সটেনশন।
- আপনার যে কোন সমস্যা সমাধানের জন্য সক্রিয় কমিউনিটি রয়েছে, যারা আপনাকে টিউটোরিয়াল ও ট্রাবলশুটিং এর মাধ্যমে আপনার সমস্যার সমাধান করতে সক্ষম।
- খুবই SEO অনুকূল।
৪. Woo commerce

Woo commerce ওয়ার্ডপ্রেসের জন্য নির্মিত একটি ফ্রি ই-কমার্স প্লাগিন। আপনি প্রাথমিকভাবে একটি অনলাইন স্টোর শুরু করতে চাইলে বেসিক ফাংশন ফ্রিতে দেওয়া হয়। তবে যদি আরো আপনি উন্নত ফাংশন ও ফিচার নিতে চান, আপনাকে কিছু টাকা দিতে হবে।তবে আপনি এর জন্য প্রচুর পরিমাণে অ্যাড অন সার্ভিস পেয়ে যাবেন।
ফিচার:
- যেহেতু এটি ওয়ার্ডপ্রেসে তৈরী তাই এটি শিখতে আপনার খুব অল্প সময় লাগবে।
- অনেক কম মূল্যে ভালো ভালো অ্যাড অন সার্ভিস পেয়ে যাবেন।
- ওয়ার্ডপ্রেসের একটি বিশাল হেল্প কমিউনিটি আছে ,সেখান থেকে আপনি যে কোন সমস্যার সমাধান পেয়ে যাবেন।
৫. Drupal Commerce

Drupal ওয়ার্ডপ্রেস এর পর সবচেয়ে বেশি ব্যবহৃত ওপেনসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম। দ্রুপাল এর সাথে ব্লগ বা ফোরাম তৈরি করা অন্যান্য ইকমার্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের থেকে অনেক বেশি সহজ ও সুবিধা লভ্য।
ফিচার:
- ব্লগ ইন্টিগ্রেশন এবং কনটেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে দ্রুপাল খুব ভালো কাজ করে।
- SEO করা খুব সহজ।
৬. Os commerce

Os commerce ও একটি খুব জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম। এর একটি বিশাল সাপোর্ট এবং সক্রিয় ফোরাম রয়েছে।
ফিচার:
- সহজেই ইন্সটল করা যায় এবং এর ইন্টারফেস সহজেই ব্যবহারযোগ্য।
- অনেক বড় সমর্থন সহ সক্রিয় ফোরাম।
- বেশিরভাগ প্লাগইনস এবং অ্যাড অন সার্ভিস সংযোজন করার অনুমতি পাওয়া যায়।
৭. Shiprocket

দিল্লীতে গড়ে উঠা Shiprocket প্রায় ১৯০০ টিরও বেশি স্টোর পরিচালিত করছে। এর সার্বিক উন্নয়ন, ডেভলপমেন্ট এবং ভারত কেন্দ্রিক পণ্য সমাধান বিকাশের জন্য ২০১৫ সালে প্রায় ২০ লাখ ডলার বিনিয়োগ করেছে।
ফিচার:
- খুব উন্নতমানের ফ্রন্ট টেমপ্লেট।
- পরিষ্কার বেক এন্ড ইন্টারফেস।
- স্হানীয় বাজারকে আরো ভালো বোঝার অনুভূতি।
৮. Opencart

ইকমার্স প্ল্যাটফর্মের মধ্যে ওপেনকার্ট অন্যতম। এর ব্যাক এন্ড গুলি ব্যবহার করা অনেক সহজ।
ফিচার:
- সহজেই ব্যবহারযোগ্য ব্যাক এন্ড।
- অনেক বেশি সংখ্যক প্লাগিন।
- আপনি এর অ্যাডমিন প্যানেল থেকে CSS কোড এডিট করতে পারবেন।
৯. Zepo

মুম্বই ভিত্তিক জেপো অন্যতম আরো একটি ইকমার্স প্ল্যাটফর্ম, যেটি বর্তমানে ১২০০ টিরও বেশি স্টোর পরিচালনা করছে। ২০১২ সালে কোম্পানি নিজেদের ব্যবসা ডেভেলপমেন্ট ও সম্প্রসারণের জন্য বেশ ভালো পরিমাণ অর্থ বিনিয়োগ করে।
ফিচার:
- স্হানীয় ব্রান্ড হওয়ায় স্থানীয় বাজার বোঝার ক্ষমতা ও অনুভূতি অনেক বেশি।
- খুবই সহজ ইন্টারফেস।
- বেশিরভাগ ই-কমার্স প্ল্যাটফর্মের তুলনায় এর হোস্টিং স্পিড অনেক বেশি।
১০. Big commerce

বিগ কমার্স অন্যতম সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম গুলির মধ্যে একটি। এক লক্ষ শীর্ষ ওয়েবসাইট গুলোর মধ্যে 17 পার্সেন্ট ওয়েবসাইটের হোস্টিং ইকমার্স সলিউশন। এছাড়াও প্রায় 70 হাজারেরও বেশি ওয়েবসাইট বিগ কমার্সের প্লাটফর্মে তৈরি।
ফিচার:
- সহজেই ব্যবহারযোগ্য ইন্টারফেস।
- বিগ কমার্স ই-কমার্স প্ল্যাটফর্মকে বুঝতে অনেক বেশি সাহায্য করে।
✔️ইকমার্স প্ল্যাটফর্ম কেনার আগে যে জিনিসগুলো চেক করতে হবে
- সহজেই ব্যবহার যোগ্য।
- মাসিক সাবস্ক্রিপশন মূল্য।
- ইকমার্স ফিচার।
- ওয়েবসাইট হোস্টিং ও ডিজাইন।
- কাস্টমাইজড অপশন।
- পেমেন্ট প্রসেস।
- মার্চেন্ট টুলস।
- ব্যাক এন্ড ফিচার।
- মার্কেটিং টুলস ।
- রিপোর্টিং এবং এনালাইটিক্স।
- সার্ভিস লিমিটেশন।
- কাস্টমার সাপোর্ট সার্ভিস।
একটি অনলাইন স্টোর শুরু করার জন্য দু’ধরনের ই-কমার্স প্ল্যাটফর্ম রয়েছে একটি ওপেনসোর্স ই-কমার্স প্ল্যাটফর্ম ও অন্যটি সেলফ হোস্টেড ই-কমার্স প্ল্যাটফর্ম। ওপেন সোর্স e-commerce প্লাটফর্ম টি একটি সার্ভারে হোস্ট করা হয় এবং আপনাকে এটি এক্সেস করতে হবে না।
অন্যদিকে CMS ভিত্তিক ই-কমার্স প্লাটফর্ম টি হোস্ট করার জন্য আপনার হোস্টিং সার্ভারের প্রয়োজন সেজন্য সেটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। আপনি আপনার প্রয়োজনীয়তা ও দক্ষতা অনুযায়ী আপনার জন্য উপযুক্ত একটি e-commerce প্লাটফর্ম নির্বাচন করবেন।
ই-কমার্স সাইটগুলো সম্পের্কে জানতে পেরে উপক্রিত হলাম।
অনলাইন ব্যবসা শুরু করবো । কিন্তু কিভাবে? কোথায়? কত টাকা ক্যাপিটাল নিয়ে? এইসব প্রশ্নগুলো প্রথমেই মাথায় আসে। আর এই প্রশ্নগলোর যথাযথ উত্তর না পাওয়া গেলে অনেকেই ব্যবসার প্রথম দিকেই ভূল করে ফেলেন। তাই এই সব প্রশ্নের উত্তর নিয়ে একটি পোস্ট করলে অনেক ভালো হতো। ধন্যবাদ।
Thank you!!1