এয়ার কম্প্রেসার মেশিনের সাহায্যে পেন্টিং এর ব্যবসা আজকের দিনে খুবই লাভজনক হবে। আজকাল কাঠের কাজের উপর, গাড়ি, আলমারি, রেফ্রিজারেটর ইত্যাদি জিনিসের উপর এয়ার কম্প্রেসার মেশিনের সাহায্যে পেন্টিং করিয়ে থাকেন। এতে পেন্টিং দেখতে খুব সৌখিন ও সমান্তরাল লাগে।
প্রয়োজনীয় মেশিন ও তার দাম:
১ HP মোটর সহ মেশিনের দাম আনুমানিক ১০,০০০-১২, ০০০ টাকা।
স্প্রে গান মেশিনের দাম আনুমানিক প্রায় ৪০০-১৩০০ টাকা।
পদ্ধতি:
প্রথমে বাজার থেকে পছন্দ অনুসারে রং কিনে আনলেন। তারপর ওই রং স্প্রে গান মেশিনে ঢেলে দিলেন। স্প্রে গান মেশিন একটি লম্বা পাইপের সাহায্যে এই মেশিনের সাথে যুক্ত। এরপর আপনি মেশিন চালু করে আপনি যেখানে রং করতে চান, করতে পারেন।
অবশ্যই পড়ুন: নিচের লিঙ্কে ক্লিক করে –
আপনার ব্যবসার জন্য উপযুক্ত জায়গা নির্বাচন, লাইসেন্স ও মেশিন কেনার ঠিকানা