Thursday, July 25, 2024
Homeছোট ব্যবসাকিভাবে 'চক' তৈরি করা হয়

কিভাবে ‘চক’ তৈরি করা হয়

আজকের দিনেও স্কুল – কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চকের ব্যবহার আছে। চকের চাহিদা সারাবছরই থাকে। আমরা ছাঁচের চক তৈরি করে বাক্সে ভরে স্কুল – কলেজ বা দোকানে অর্ডার অনুযায়ি সাপ্লাই করতে পারি।

‘চক’ তৈরি করার পদ্ধতি :

 চক তৈরি করার জন্য বাজারে দুই ধরনের ছাঁচ পাওয়া যায় – অ্যালুমিনিয়াম ও গান মেটালের ছাঁচ। প্রথমে ছাঁচ টির মাঝখান থেকে খুলে নিতে হবে। এরপর ব্রাশে করে ছাঁচের প্রতিটি অংশে মোবিল বা লুব্রিকেশন তেল লাগিয়ে দিতে হবে।  তারপর প্রতিটি অংশ আবার আগের মতো জুড়ে দিতে হবে। এবার উন্নত মানের প্লাস্টার অব প্যারিসের সাথে পরিমাণ মতো জল দিয়ে মেখে থকথকে কাদার মতো অংশ তৈরি করতে হবে। প্রতি কেজি প্লাস্টার অব প্যারিসের সাথে এক চামচ হোয়াইট সিমেন্ট মেশালে চক সহজে ভেঙ্গে যাবে না। এরপর ডাইসের মধ্যে ওই মিশ্রণ টিকে ঢেলে দিতে হবে,  ডাইসের মধ্যে মিশ্রণটি অর্ধেক শুকিয়ে গেলে ডাইসটি খুলে চক গুলি রোদে শুকিয়ে নিতে হবে। রঙিন চক তৈরির জন্য মিশ্রণের সাথে পছন্দ মতো রঙ মেশাতে হবে। এবার শুকনো হয়ে যাওয়া চক গুলি বাক্সে ভরে বাজারে সাপ্লাই করতে হবে। 

মেশিনের দাম:

গান মেটালের ২০০ টি চক তৈরির ছাঁচের দাম ২৫,০০০ টাকা। অ্যালুমিনিয়ামের ২০০ টি চক তৈরির ছাঁচের দাম ৩,২০০ টাকা এবং ১০০ টি চক তৈরির ছাঁচের দাম ১,৬০০ টাকা।

লাইসেন্স:

আমরা সবাই জানি যে কোনো ব্যবসা শুরু করতে গেলে তার জন্য প্রয়োজনীয় অনুমতিপত্রের দরকার হয়।  যাতে পরে কোনো রকম আইনত সমস্যা না হয়। এর জন্য প্রথমে নিকটবর্তী পৌরসভা বা অঞ্চলে অ্যাপ্লিকেশন দিয়ে লাইসেন্স নিতে হবে। এরপর অনলাইনে  udyogaadhar.gov.in  ওয়েবসাইটে গিয়ে উদ্যোগ আধারে রেজিস্ট্রেশন করে নিতে হবে।  সমস্ত সূক্ষ্ম,  লঘু এবং মধ্যম উদ্যমী ব্যবসার অনলাইন রেজিস্ট্রেশন এখানে হয়। উদ্যোগ আধারে রেজিস্ট্রেশন করার পর জি এস টি নম্বরের জন্য রেজিস্ট্রেশন করা যায়।

অবশ্যই পড়ুন : নিচের লিঙ্কে ক্লিক করে –

আপনার ব্যবসার জন্য   উপযুক্ত জায়গা নির্বাচন,  লাইসেন্স ও মেশিন কেনার ঠিকানা

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

‘খাতা’ তৈরি করে ব্যবসা

আজকের দিনে খাতার ব্যবহার স্কুল-কলেজ, অফিস- আদালত , দোকান - পত্র সর্বত্রই সারাবছর আছে।  তাই,  আমরা লাইন টানা,  সাদা,  বিঞ্জানের প্র্যাকটিক্যাল খাতা,  হিসাব পত্রের...
- Advertisment -

Most Popular