চুল বাঁধার ফিতা তৈরির মেশিন ও গাডার তৈরির মেশিন আলাদা আলাদা হয়। কিন্তু দুটিরই বানানোর পদ্ধতি এক রকম। তাই এই পোস্টে দুটি সমন্ধেই আলোচনা করব।চুল বাঁধার জন্য প্রায় সব বাড়ির মেয়েরাই এই নাইলনের ফিতা বা ব্যান্ড ব্যবহার করে থাকে। আপনি আপনার নিজের এলাকায় বা মার্কেটে যে রকমারি দোকানআছে সেখান থেকে এর বিক্রি সমন্ধে ধারণা নিতে পারেন।
অন্যদিকে, গাডার (রাবার ব্যান্ড) সব দোকানেই ব্যবহার করা হয়। কোনো জিনিস প্যাকিং করে তার মুখটা বেঁধে দেওয়ার জন্য। বিশেষ করে মিষ্টির দোকানে,খাবার দোকানে, ভূষিমাল দোকানে এর বহুল ব্যবহৃত হয়।

পদ্ধতি:
চুল বাঁধার ফিতা তৈরী করার জন্য আপনাকে প্রথমে বাজার থেকে নাইলনের থ্রেড কিনে আনতে হবে। কলকাতার বড়বাজার এলাকায় খুব সস্তায় এই নাইলনের থ্রেড কিনতে পাওয়া যায়। এরপর মেশিনের উপর এই নাইলনের থ্রেডটি রেখে মেশিনটি চালু করতে হবে। মেশিন চালু করলে এই নাইলনের থ্রেড রোলারের মাধ্যমে এগিয়ে এগিয়ে যাবে আর মেশিনটি তা থেকে কেটে কেটে এই ফিতা তৈরি করে দেবে। এটা বানানো খুব সহজ ও সাধারণ।
গাডার বা রাবার ব্যান্ডও একইভাবে তৈরি হয়। এর জন্য কাঁচামাল হিসেবে প্রয়োজন হয় রাবার টিউবের। এটিও মেশিনের উপর রেখে মেশিন চালু করলে রোলারের মাধ্যমে টিউবটি এগিয়ে এগিয়ে যাবে আর মেশিনটি ওই টিউবটি কেটে কেটে গাডার বানিয়ে দেবে।
মেশিনের দাম:
চুল বাঁধার ফিতা তৈরির মেশিন আপনি ৫০,০০০ – ৬০,০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। আর গাডার তৈরির মেশিনের দাম পড়বে প্রায় ৫০,০০০ টাকা থেকে ১ লাখ টাকা।
অবশ্যই পড়ুন : নিচের লিঙ্কে ক্লিক করে –
আপনার ব্যবসার জন্য উপযুক্ত জায়গা নির্বাচন, লাইসেন্স ও মেশিন কেনার ঠিকানা