অ্যাপ থেকে টাকা উপার্জন, তাও আবার সত্যিকার ক্যাশ – এটা কি সম্ভব? হ্যাঁ বন্ধুরা, গুগল প্লে স্টোরে এমন কিছু অ্যাপ আছে যেগুলো ডাউনলোড করে ব্যবহার করে আমরা সত্যিকার টাকা উপার্জন করতে পারি। এবং, এই টাকা পেটিএম বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার করতে পারি। এই টাকার পরিমাণ খুব বেশি না হলেও সব অ্যাপ থেকে কিছু কিছু টাকা উপার্জন করে আপনি আপনার পকেট মানি আরাম করে চালাতে পারবেন। এর জন্য খুব বেশি সময় খরচ করতে হবে না, যখন খালি সময় থাকবে তখন একবার করে এই অ্যাপ ব্যবহার করে কাজ করলেই হবে। আজ আমরা এই সকল অ্যাপ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব।
(১) ROZ DHAN
অফার: ৫০ টাকা তাৎক্ষণিকভাবে পান এবং প্রতিটি রেফারেলের জন্য ৫ টাকা করে বোনাস।
ROZ DHAN অ্যাপটি রিয়েল ক্যাশ কামানোর জন্য উপযুক্ত অ্যাপ। কিভাবে এটি ব্যবহার করতে হবে তা স্টেপ বাই স্টেপ আলোচনা করছি।
রেফারেল কোড: 08BFDK
স্টেপ:
(ক) প্রথমে উপরের দেওয়া লিঙ্ক থেকে বা গুগল প্লে স্টোর থেকে ROZ DHAN অ্যাপটি ডাউনলোড করুন।
(খ) অ্যাপটি ওপেন করুন এবং মোবাইল নম্বর বা জিমেল অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করুন এবং মোবাইল নম্বরটিতে ভেরিফিকেশন কোড আসবে, ওটা দিয়ে মোবাইল নম্বরটি ভেরিফাই করে নিন।
আপনার ব্যালান্সে তৎক্ষণাৎ ২৫ টাকা যোগ হয়ে যাবে।
(গ) এরপর আপনি একটা “Enter invite code” দেখতে পাবেন। এখানে ক্লিক করে “08BFDK ” এই কোডটি দিন। সঙ্গে সঙ্গে আরো ২৫ টাকা আপনার ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে।
(ঘ) প্রতিদিন অ্যাপ খুলে চেক করার জন্য ২০-৫০ কয়েন পাওয়া যায়।
(ঙ) বেসিক ইনফরমেশন যুক্ত করার জন্য ২০০ কয়েন, FAQ পড়ার জন্য ১০০ কয়েন।
(চ) প্রতিটি নিউজ রিড ও শেয়ার করার জন্য ২০ কয়েন।
এইভাবে কয়েন সংখ্যা বাড়ানো যায়। এই কয়েন গুলো পরের দিন টাকাতে কনভার্ট হয়ে যায় এবং ব্যালান্সে যুক্ত হয়। মিনিমাম ২০০ টাকা হয়ে গেলে তা আপনি পেটিএম অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন।
(২) PAY-BOX
ROZ DHAN এর মতোই আরো একটি ওয়েবসাইট হল PAY-BOX। এর সাহায্যেও টাকা কামানো সম্ভব। তবে এখানে টাস্কগুলো আলাদা। এখানে 50kaDum, post a poll, games, lucky vouchers এরকম আলাদা আলাদা ক্যাটাগরি আছে, যেখান থেকে টাকা কামানো আছে। এছাড়াও অ্যাপ রেফারেল করেও টাকা কামানো সম্ভব।
স্টেপ:
(ক) প্রথমে উপরের দেওয়া লিঙ্ক থেকে Pay-box ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করুন। সাইন আপ করার জন্য জিমেইল আইডি ও পেটিএম বা mobikwik এর রেজিস্টার্ড ফোন নম্বর প্রয়োজন।
(খ) এরপর নিজের ডিটেলস ভরতে হবে এবং ফোন নম্বর ও জিমেইল আইডি ভেরিফিকেশন করাতে হবে।
(গ) এরপর আপনি ৫০ টাকা পেয়ে যাবেন। এছাড়া যখনি কাউকে রেফার করবেন প্রতি রেফারেলে ৫ টাকা বোনাস পাবেন।
(ঘ) মেনুতে কিছু টাস্ক থাকে, এগুলো করে আপনি প্রতি দিন কিছু কিছু করে টাকা কামাতে পারেন।
(৩) GOOGLE PAY
ভাবছেন গুগল পে থেকে কিভাবে টাকা কামানো যায়?
আপনি যখনই নতুন কাউকে গুগল পে রেফার করবেন, আপনার অ্যাকাউন্টে ৫১ টাকা ক্যাশ ব্যাক জমা হয়ে যাবে। এছাড়া যখনই গুগল পে অ্যাকাউন্ট থেকে ১৫০ টাকার উপর টাকা ট্রান্সফার করবেন, তখনই একটি স্ক্রার্চ কার্ড পাবেন যা স্ক্রার্চ করে ১০০০ টাকা অবধি ক্যাশ পেতে পারেন।
স্টেপ:
(ক) প্রথমে উপরের লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করুন, এতে আপনার অ্যাকাউন্টে ১ টাকা চলে আসবে।
(খ) আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট যে মোবাইল নম্বর দিয়ে লিঙ্ক আছে, সেই নম্বরটি মোবাইলে লাগিয়ে গুগল পে অ্যাপটি খুলে মোবাইল নম্বর ভেরিফিকেশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট গুগল পে এর সাথে লিঙ্ক হয়ে যাবে।
(গ) এরপর যে কোনো গুগল পে ব্যবহারকারীকে ন্যূনতম টাকা পাঠালেই আপনার অ্যাকাউন্টে ৫১ টাকা যুক্ত হয়ে যাবে।
(৪) MAGICPIN
এই অ্যাপটি সত্যিই খুব কাজের এবং আমাদের দরকারী। এই অ্যাপ থেকে সার্চ করে কাছাকাছি যে কোনো রেস্টুরেন্ট, মল বা দোকান থেকে জিনিস কিনে তার বিল এবং সেল্ফি আপলোড করে ক্যাশ ব্যাক জিততে পারি। এছাড়াও এই অ্যাপে নানা রকম ব্রান্ডের জিনিসের উপর কিছু না কিছু ওফার দিয়ে থাকে। সত্যিই এটা খুবই মজার অ্যাপ।
স্টেপ:
(ক) উপরের লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করুন।
(খ) মোবাইল নম্বর, ইমেইল আইডি দিয়ে সাইন আপ করুন।
(গ) রেফারেল কোডে গিয়ে RHQB4248 লিখুন আর পেয়ে যান ৫০ টাকা তৎক্ষণাৎ ক্যাশ ব্যাক।
(ঘ) আপনার প্রথম বিল আপলোড করুন আর পেয়ে যাবেন ১০০ টাকা ক্যাশ ব্যাক।
(ঙ) আপনার নিকটস্থ রেস্টুরেন্ট, মুদি দোকান, মল ইত্যাদি এই অ্যাপে সার্চ করে তা থেকে কেনা জিনিসের বিল এবং সেল্ফি আপলোড করুন আর সঙ্গে সঙ্গে ক্যাশ ব্যাক পেয়ে যাবেন।
(চ) এই ক্যাশ ব্যাক টাকা ব্যবহার করে আপনি মুভি টিকিট বুক মাই শো বা পি ভি আর এ, ফ্লিপকার্ট, অ্যামাজন ভাউচার, বিগ বাজার কুপন ইত্যাদি নিতে পারেন, এছাড়া স্পা বা সেলুন, রেস্টুরেন্টের বিল ও পেমেন্ট করতে পারবেন। ফোনের রিচার্জ বা বিল পেমেন্টস ও এই ক্যাশ ব্যাক টাকা দিয়ে করা যায়।
(৫) POCKET MONEY
অফার: ২০০ টাকা পর্যন্ত ফ্রি মোবাইল রিচার্জ এবং প্রতি দিন পেটিএম ক্যাশ।
স্টেপ:
(ক) প্রথমে উপরের দেওয়া লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করুন।
(খ) তারপর রেফারেল কোডের বক্সে YMXm17 রেফারেল কোডটি দিন।
(গ) মোবাইল নম্বর ভেরিফাই করুন এবং ওখানে কিছু টাস্ক থাকবে, সেগুলো কমপ্লিট করুন। প্রতিটি টাস্কের জন্য আলাদা আলাদা অ্যামাউন্ট। যেমন অ্যাপ ডাউনলোড করা ইত্যাদি।
(ঘ) মিনিমাম ২০ টাকা হয়ে গেলেই তা আপনি আপনার পেটিএম অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন।
(৬) TASKBUCK
প্রতিটি নতুন রেফারেলে ১৮ টাকা করে পেটিএম ক্যাশ।
এই অ্যাপটি থেকে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারেন অ্যাপ ডাউনলোড করে ও টাস্ক কমপ্লিট করে যেমন প্রশ্নোত্তর ক্যুইজ ইত্যাদি।
স্টেপ:
(ক) প্রথমে উপরের দেওয়া লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করুন।
(খ) মোবাইল নম্বর ভেরিফাই করুন এবং ওখানে কিছু টাস্ক থাকবে, সেগুলো কমপ্লিট করুন। প্রতিটি টাস্কের জন্য আলাদা আলাদা অ্যামাউন্ট। যেমন অ্যাপ ডাউনলোড করা ইত্যাদি।
(গ) এছাড়াও নানরকম কনটেস্ট আছে, যেগুলো করে টাকা কামানো যাবে।
(ঘ) এই টাকা আপনার পেটিএম অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার করা যাবে।
(৭) PAYZAPP
এই অ্যাপটি HDFC BANK পরিচালিত একটি অ্যাপ এবং এই অ্যাপটিও ক্যাশ ব্যাক দেয় ট্রান্সজাকশন, মোবাইল রিচার্জ বা কেনাকাটার বিল পেমেন্ট করার জন্য।
নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করুন আর পেয়ে যান ২৫ টাকা ক্যাশ ব্যাক।
স্টেপ:
(ক) প্রথমে উপরের দেওয়া লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করুন।
(খ) এই অ্যাপ থেকে টাকা ক্যাশ ব্যাক হিসেবে কামানো যায়। আপনি প্রথম ৭৫ টাকা ট্রান্সজাকশন করলে ৫০ টাকা ক্যাশ ব্যাক। এছাড়াও কিছু না কিছু অফার সব সময় পেয়ে থাকবেন।
(গ) এই অ্যাপটি রেফার করার জন্য প্রতি রেফারেলে ২৫ টাকা করে আপনি পাবেন।