আজকের দিনে বাজারের একটি দ্রুত বিকশিত ব্যবসা হল মেশিনের সাহায্যে টি শার্ট, কফি মগ, টুপি বা অন্যান্য জিনিসের উপর লোগো, ফটো বা পছন্দ সই ডিজাইন প্রিন্টিং করা। আমি মনে করি দিনের পর দিন এই ব্যবসার মার্কেট ভ্যালু বাজারে বাড়বে। যে কেউ এই মেশিনটি দিয়ে বাড়িতে বা যে কোনও জায়গায় এই ব্যবসাটি শুরু করতে পারেন এবং প্রতি মাসে খুব ভালো অর্থ উপার্জন করতে পারেন।
পদ্ধতি:
প্রথমে আপনি যে ডিজাইনের লোগো বা ছবি টি শার্ট ও কফি মগের উপর প্রিন্ট করতে চান তার একটি স্টিকার প্রিন্ট করতে হবে। এই স্টিকার প্রিন্ট করার জন্য ডাই সাব্লিমেশন প্রিন্টার মেশিন পাওয়া যায় তা দিয়ে স্টিকার প্রিন্ট করতে হবে। কলকাতার রাজাবাজারে অনেক ডিজাইনের স্টিকার কিনতেও পাওয়া যায়। এরপর এই স্টিকারটি টি শার্ট বা কফি মগে লাগিয়ে সেটি হিট প্রেস মেশিনের নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। এরপর ওই হিট প্রেস মেশিনের সাহায্যে নির্দিষ্ট তাপমাত্রায় ওই স্টিকার থেকে প্রিন্টটি টি শার্ট বা কফি মগে হয়ে যায়। এরপর একটু শুকনো হতে দিয়ে ওটা প্যাক করে আপনি সাপ্লাই করতে পারেন।
মেশিন ও মেশিনের দাম:
আপনি শুধুমাত্র হিট প্রেস মেশিন কিনে এই ব্যবসা শুরু করতে পারেন। স্টিকার অন্য জায়গা থেকে কিনে বা বানিয়ে নিতে পারেন। এই হিট প্রেস মেশিনের দাম সাইজ ও ক্যাপাসিটি অনুযায়ী আলাদা আলাদা হয়।৩৫,০০০ – ৮৫,০০০ টাকার মধ্যে এই মেশিনটি পেয়ে যাবেন।
আর প্রিন্টার মেশিনের দাম একটু বেশি, এর জন্য আলাদা প্রিন্টিং কাগজ ও কালি ব্যবহৃত হয়। এই মেশিনের দাম ৫ লাখ মতো হয়।
অবশ্যই পড়ুন: নিচের লিঙ্কে ক্লিক করে –
আপনার ব্যবসার জন্য উপযুক্ত জায়গা নির্বাচন, লাইসেন্স ও মেশিন কেনার ঠিকানা
আজকের দিনে বাজারে এই ব্যবসা খুব ট্রেন্ডিং। এই ব্যবসা শুরু করে খুব ভালো অর্থ উপার্জন করা যাবে। যে কেউ নিজের ফটো বা কোম্পানির লোগো বা স্পোর্টসের জার্সিতে নিজেদের ডিজাইন প্রিন্ট করতে চায়, আর আপনি এটা করে তাদের অর্ডার অনুযায়ী দ্রব্য সাপ্লাই করতে পারবেন।