প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের জন্মদিনের দিন ‘বিশ্বকর্মা যোজনা’ নামে একটি প্রকল্প চালু করেন। এই প্রকল্পের উদ্দেশ্য হলো ছোট বড় ক্ষুদ্র বিভিন্ন মাপের নির্মাণের সাথে যুক্ত যে সমস্ত কারিগররা তাদেরকে সমস্ত রকম সহযোগিতা করা।
এই প্রকল্পের জন্য ২০২৩-২৪ আর্থিক বছর থেকে ২০২৭-২৮ আর্থিক বছর পর্যন্ত প্রায় ১৩০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এই পোস্টটিতে আমরা প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা সম্পর্কিত সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়বেন।
সুবিধাভোগীদের PM Vishwakarma Yojana এর মাধ্যমে কারিগরি ট্রেনিং চলাকালীন প্রতিদিন ৫০০ টাকা অনুদান দেয়া হবে। এছাড়াও আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য প্রত্যেকে ১৫০০০ টাকার এককালীন সাহায্য অর্থ দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় কারা আবেদন করতে পারবেন
- তালার শিল্পি,
- টুলকিট মেকার
- কুমোর
- মুচি
- ঝুড়ি,
- কাঠ ভিত্তিক ছুতার, নৌকা নির্মাতা
- স্বর্ণকার
- রাজমিস্ত্রী
- কামার,
- পাথর খোদাইকারী,
- কয়ার,
- পুতুল নির্মাতা,
- জামা কাপড় ধোলাই এর সাথে যুক্ত,
- দর্জি,
- মাদুর, ঝারু প্রস্তুত কারক
- নাপিত,
- মালা প্রস্তুতকারক,
- ফিসিং নেট মেকার
- ব্রোঞ্জ, পিতল, তামা, ডায়াস, বাসনপত্র, মূর্তি প্রস্তুতকারক
- এছাড়াও আরও অন্যান্য শিল্পের সাথে যুক্ত ব্যক্তিরাও আবেদন করতে পারবেন, লিস্ট জানতে CSC -তে জানতে পারেন।
বিশ্বকর্মা যোজনার ট্রেনিং
- পিএম বিশ্বকর্মা যোজনাতে বিনামূল্যে ট্রেনিং এর সুবিধা।
- ট্রেনিং শেষে সার্টিফিকেট দেওয়া হবে।
- ট্রেনিং চলাকালীন পিম বিশ্বকর্মা যোজনায় মিলবে প্রতিদিন ৫০০ টাকা।
- নথি ও দক্ষতা যাচাই সম্পূর্ণ হওয়ার পর পিএম বিশ্বকর্মা যোজনাতে ৫-৭ দিনের ট্রেনিং দেওয়া হবে। যা মোটামুটি ৪০ ঘন্টার মতো হবে।
- এরপর আগ্রহী প্রার্থীরা চাইলে ১৫ দিনের তথা ১২০ ঘন্টার ট্রেনিং নিতে পারেন।

PM Vishwakarma Yojona – এর ট্রেনিং শেষে যেগুলি পাবেন
- যন্ত্রপাতি কেনার জন্য পিএম বিশ্বকর্মা যোজনা অনুসারে ১৫ হাজার টাকার অনুদান পাবেন, কিন্তু শর্ত হলো ভারতে নির্মিত যন্ত্রপাতি কিনতে হবে।
- আর্থিক ঋণ হিসেবে গ্যারান্টি ছাড়া ১ লক্ষ টাকা দেওয়া হবে। সেক্ষেত্রে এই লোন পরিশোধ করতে হবে ১৮ মাসের মধ্যে।
- সঠিক সময়ের মধ্যে টাকা ঋণ পরিশোধ করে দিলে এরপর মিলবে আরও ২ লক্ষ টাকার ঋণ। এই ঝণ ৩০ মাসের মধ্যে পরিশোধ করে দিতে হবে।
- সুদের হার হবে ৫% আর আকর্ষণীয় ব্যাপার হল এই লোনের গ্যারান্টি ফি ভারত সরকার নিজেই বহন করবে। অর্থাৎ আপনাকে কোন গ্যারান্টার খুঁজতে হবে না।
- ডিজিটাল বিপণন এর ক্ষেত্রে পিএম বিশ্বকর্মা যোজনাতে মিলবে সহায়তা। সেক্ষেত্রে সরকারি শংসাপত্র সহ, প্রোডাক্ট ব্র্যান্ডিং, গুণগত মানের শংসাপত্র, ই-কমার্স, বানিজ্য বিজ্ঞাপণ ছাড়াও অন্যান্য ক্ষেত্রে সরকারি সহায়তা পাওয়া যাবে।
বিশ্বকর্মা যোজনা কি কি লাগবে
বিশ্বকর্মা যোজনা কি কি ডকুমেন্টস লাগবে, এর উত্তর নিচে দেওয়া হলো –
- ১৮ বছরের প্রমাণ
- আধার কার্ড
- পরিচয় পত্র
- রেশন কার্ড
- বাসস্থানের প্রমাণ
- সক্রিয় মোবাইল নম্বর
- জাতি প্রমাণপত্র
- ব্যাঙ্ক একাউন্ট নম্বর
- পাসপোর্ট সাইজের ফটো

পিএম বিশ্বকর্মা যোজনার ঋণের পরিমাণ এবং পরিশোধের মেয়াদ
ধাপ | লোনের পরিমাণ | লোন পরিশোধের সময়সীমা |
প্রথম ধাপ | এক লক্ষ টাকা পর্যন্ত | ১৮ মাস |
দ্বিতীয় ধাপ | ২ লক্ষ টাকা পর্যন্ত | ৩০ মাস |
ঋণগ্রহীতাদের মনে রাখা উচিত যে MSDE দ্বারা প্রদত্ত ঝণ তাদের প্রাথমিক প্রশিক্ষণের ৫-৭ দিন সমাপ্তির পর প্রথম ধাপে ১ লক্ষ টাকা পর্যন্ত মঞ্জুর করা হবে। তারপর দ্বিতীয় ধাপে লোন আপনি ২ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। এরজন্য গ্রহীতাদের প্রথম ধাপের ঋণ সম্পূর্ণরূপে পরিশোধ করতে হবে এবং একটি স্ট্যান্ডার্ড লোন অ্যাকাউন্ট বজায় রাখতে হবে। তাদের ব্যবসায় ডিজিটাল লেনদেন গ্রহণ করেছেন বা উন্নত প্রশিক্ষণ নিয়েছেন এসব বিষয়ও খেয়াল রাখতে হবে। তদুপরি, প্রথম ধাপের ঋণ বিতরণের 6 মাসের আগে দ্বিতীয় ঋণ মঞ্জুর করা হবে না।
PM Vishwakarma Yojana helpline No
Helpline No. | |
Tollfree Helpline No. | Champions desk Ministry of MSME |
Telephone 18002677777 and 17923 | Email: champions@gov.in Contact No: 011-23061574 |
West Bengal Zonal Address
West Bengal | |
Designation | Principal Secretary |
Department | MSME |
Address | Department of micro, small & medium enterprises and textiles (Shilpa sadan, camac street, 7th floor, Kolkata- 7000016) |
Contact No | 033-22145999 |
Email Id | acs.msme@gmail.com |
বিশ্বকর্মা যোজনা অনলাইন রেজিস্ট্রেশন
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা ওয়েবসাইটে গিয়ে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা ফর্ম ফিল আপ টি করতে হবে। এরজন্য কোনো রকম অফলাইন ফর্ম নেই। আপনাকে ফর্মটি অনলাইনেই পূরণ করতে হবে।
অনলাইনে ফর্ম পূরণ করার জন্য আপনাকে কেন্দ্রের লাইসেন্স প্রাপ্ত কাস্টমার সার্ভিস সেন্টারে যেতে হবে। আপনি নিজে থেকে বা অনলাইনে লগ ইন করে করতে পারবেন না। সরকার অনুমোদিত কেন্দ্র (csc) থেকে ওদের কাছে থেকেই বিশ্বকর্মা যোজনার ফর্মটি ফিল আপ করতে হবে। তাই আমি আর ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, তার বিষয় নিয়ে লিখলাম না। কারণ ফর্মটি CSC বা customer service center থেকে ওরা ফিল আপ করে দেবে।
অন্যান্য সরকারি স্কিম বা যোজনা গুলি সম্বন্ধে জানতে এখানে ক্লিক করুন।
আপনাদের যদি কিছু জিঙ্গাসা থাকে তাহলে মন খুলে কমেন্ট করে জিঙ্গাসা করবেন।