আপনার ওয়েবসাইটের পেজ বা পোষ্টের উপর রাইট ক্লিক ডিজেবল (Right click Disable) করা কখনো কখনো গুরত্বপূর্ণ হয়ে পড়ে। এটা করা হয় কারণ আপনার পোষ্টের গুরুত্বপূর্ণ তথ্য কেউ যেন চুরি করে নিজের ওয়েবসাইটে লাগাতে না পারে। রাইট ক্লিক ডিজেবল অর্থাৎ পোষ্টের কনটেন্ট কে কপি-পেস্টের হাত থেকে মুক্ত করা।
অনেক সাইট আপনার অজান্তেই আপনার ওয়েবসাইটের কনটেন্ট এর কিছু অংশ আপনার অনুমতি ছাড়াই নিজেদের ওয়েবসাইটে ব্যবহার করে। ভাই এই ধরনের কনটেন্ট চুরির হাত থেকে নিজের সাইট কে রক্ষা করতে এর প্রয়োজন হয়।
আপনি কখনো চাইবেন না আপনার পরিশ্রম করা পোষ্টের কনটেন্ট অন্য কেউ চুরি করে তার নিজের সাইটে ব্যবহার করুক। এছাড়া আপনার সাইটের কনটেন্ট এভাবে চুরি হতে থাকলে আপনার সাইটের ভ্যালু আস্তে আস্তে কমে যাবে।
আপনার ওয়েবসাইট ওয়াডপ্রেস বা ব্লগার যে কোন প্লাটফর্মে হোক কিভাবে রাইট ক্লিক ডিজেবল করা যায় তার পদ্ধতি আমরা নিচে জেনে নেব –
ব্লগারে (Blogger) কিভাবে করা হয়
ব্লগার ওয়েবসাইটে রাইট ক্লিক ডিজেবল করার জন্য একটি জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল কোড আপনার সাইটে লাগাতে হবে। এই কোডটি আমি নিচে আপনাদের দিয়ে দেবো।
আরও পড়ুন : কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার সেরা টেকনিক
প্রথমে আপনি আপনার জিমেইল লগইন দিয়ে www.blogger.com এর ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ড এর মেনুতে layout বলে অপশন টি দেখতে পাবেন। এই layout অপশনে ক্লিক করলে সাইডবারে add a gadget বলে আর একটি অপশন দেখতে পাবেন। এখন add a gadget ক্লিক করে ওখান থেকে HTML/JavaScript গেজেটটি যুক্ত করতে হবে। ওখানে ক্লিক করলে আপনি HTML/JavaScript যুক্ত করার একটি খালি স্পেস পাবেন। ওখানে নিচের দেওয়া কোডটি পেস্ট করে দিন। ব্যস, কাজ কমপ্লিট।
Copy & paste the given below code in your website HTML/JavaScript box.
<script language=”JavaScript”>
<!–
//Disable right mouse click Script
var message=”Function Disabled!”;
///////////////////////////////////
function clickIE4(){
if (event.button==2){
alert(message);
return false;
}
}
function clickNS4(e){
if (document.layers||document.getElementById&&!document.all){
if (e.which==2||e.which==3){
alert(message);
return false;
}
}
}
if (document.layers){
document.captureEvents(Event.MOUSEDOWN);
document.onmousedown=clickNS4;
}
else if (document.all&&!document.getElementById){
document.onmousedown=clickIE4;
}
document.oncontextmenu=new Function(“alert(message);return false”)
// –>
</script>
এখন আর কেউ আপনার সাইটের কনটেন্টের উপর রাইট ক্লিক করতে পারবেনা এবং আপনার কনটেন্ট অনেক সুরক্ষিত থাকবে।
ওয়ার্ডপ্রেস (WordPress) থেকে কিভাবে করবেন
ওয়ার্ডপ্রেসে যে কোনো কিছুই কাস্টমাইজ করা অনেক সোজা । এর জন্য আপনাকে একটি প্লাগিন ইন্সটল করতে হবে। Disable Right Click For WP ও WP Content Copy Protection & No Right Click এরকম প্লাগিন আছে, যেগুলি ইন্সটল করে আপনি খুব সহজেই আপনার ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট এর জন্য রাইট ক্লিক ডিজেবল করতে পারেন।