মুদ্রা (MUDRA) এর মানে হল মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট এবং রি-ফাইন্যান্স এজেন্সি লিমিটেড। ছোটো খাটো ব্যবসা, কোম্পানি বা প্রতিষ্ঠান মুদ্রা লোন পেয়ে থাকে। এটি ভারত সরকারের একটি উদ্যোগ যাতে ছোট উদ্যোগপতিরা লোন পায় এবং ব্যবসায় উন্নতি করতে পারে।
মুদ্রা লোন তিনটি ক্যাটাগরিতে পাওয়া যায়। এগুলি হল- শিশু, কিশোর ও তরুণ।
শিশু:
শিশু ক্যাটাগরিতে ৫০,০০০ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়। যে ব্যবসা জাস্ট শুরু করা হয়েছে এবং আগে বাড়ার জন্য ফান্ড দরকার।
কিশোর:
এই ক্যাটাগরিতে ৫০,০০০ থেকে ৫ লাখ পর্যন্ত লোন পাওয়া যায়। এই ক্যাটাগরিতে ব্যবসা শুরু হয়ে গিয়েছে কিন্তু সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়নি তার জন্য লোন পাওয়া যায়।
তরুণ:
এই ক্যাটাগরিতে ৫ লাখ থেকে ১০ লাখ পর্যন্ত লোন পাওয়া যায়। যে সব ব্যবসা শুরু এবং প্রতিষ্ঠিত কিন্তু আগে ব্যবসা বাড়ানোর জন্য ফান্ড দরকার তারা এই ক্যাটাগরিতে লোনের জন্য আবেদন করতে পারে।
কারা লোনের জন্য আবেদন করতে পারেন:
যে কোনো ভারতীয় নাগরিক ছোটো মূলধনের ব্যবসা করছেন যাদের ১০ লাখ টাকার নিচে লোন চায়, তারা মুদ্রা লোন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে আবেদন করতে পারেন যে কোনো ব্যাঙ্কে বা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনে (MFI)। মুদ্রা লোনের অধীনে যে সব শর্তাবলী প্রযোজ্য তা লাঘু হবে লোনের ক্ষেত্রে। লোনের সুদের রেট RBI এর গাইড লাইন অনুযায়ী ধার্য করা হবে।
কিভাবে আবেদন করবেন:
মুদ্রা লোন ভারত সরকারের একটি স্কিম। এর জন্য নিম্নলিখিত কাগজগুলির প্রয়োজন হবে –
১) মুদ্রা লোন আবেদনপত্র
২) বিজনেস প্ল্যান
৩) পরিচয়পত্র যেমন আধার কার্ড/ভোটার কার্ড/ড্রাইভিং লাইসেন্স/ প্যান কার্ড ইত্যাদি।
৪) আবাসিক পরিচয়পত্র যেমন ইলেকট্রিক বিল/ টেলিফোন বিল/ ট্যাক্স জমা দেওয়ার কাগজ ইত্যাদি।
৫) ৬ মাসের কম পুরোনো পাসপোর্ট সাইজের ছবি।
৬) মেশিনারি দ্রব্য কেনার কোটেশন।
৭) মেশিনারি সাপ্লাই করার সংস্থার বিবরণ।
৮) ব্যবসার ঠিকানার প্রমাণপত্র যেমন ট্যাক্স রেজিস্ট্রেশন/বিজনেস লাইসেন্স ইত্যাদি।
৯) ST/SC/OBC এর প্রমাণপত্র , যদি থাকে।
কোন কোন ব্যাঙ্কে আবেদন করা যাবে:
১) ভারতীয় স্টেট ব্যাঙ্ক ২) ইউকো ব্যাঙ্ক ৩) কানারা ব্যাঙ্ক ৪) ব্যাঙ্ক ওব ইন্ডিয়া ৫) সিন্ডিকেট ব্যাঙ্ক ৬) ইন্ডিয়ান ব্যাঙ্ক ৭) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৮)ব্যাঙ্ক ওব বরোদা ৯) সেন্ট্রাল ব্যাঙ্ক ওব ইন্ডিয়া ১০) এলাহাবাদ ব্যাঙ্ক ১১) এচ ডি এফ সি ব্যাঙ্ক ১২) ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ১৩) এক্সিস ব্যাঙ্ক১৪) আই সি আই সি আই ব্যাঙ্ক ১৫) ইয়েস ব্যাঙ্ক ১৬) কর্ণাটক ব্যাঙ্ক১৭) সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক১৮) লক্ষ্মী বিলাস ব্যাঙ্ক১৯) রত্নাকর ব্যাঙ্ক ২০) করুর বৈশ্য ব্যাঙ্ক
শিশু ও কিশোর মুদ্রা লোনের জন্য কোনো রকম প্রসেসিং ফি লাগে না। তরুণ মুদ্রা লোনের জন্য লোন এমাউন্টের ০.৫ % ও ট্যাক্স।
ইন্টারেস্ট রেট:
মুদ্রা লোনের ইন্টারেস্ট ব্যাঙ্ক ও ব্যবসার উপর নির্ভর করে। তবে মোটামুটি সব ব্যাঙ্কের ই সুদ বার্ষিক ১১% – ২০% এর মধ্যে হয়।
শিশু মুদ্রা লোনের অ্যাপ্লিকেশন ও চেক লিস্ট:

কিশোর ও তরুণ মুদ্রা লোনের ফর্ম ডাউনলোড এই লিঙ্ক থেকে করতে পারেন।
Mudra Loan application form for kishor & tarun
যারা নতুন ব্যবসা শুরু করতে চান মুদ্রা লোন নিয়ে, তারা শিশু মুদ্রা লোনের জন্য অ্যাপ্লাই করবেন। এজন্য আপনি যে ব্যবসা শুরু করতে চান তার মেশিন কেনার কোটেশন আর যে আপনাকে মেশিন সরবরাহ করবে তার ডিটেলস ডকুমেন্ট হিসেবে রাখতে হবে। তারপর সমস্ত ডকুমেন্ট নিয়ে আর ফর্ম ভরে ব্যাঙ্কের সাথে যোগাযোগ করবেন।
আর আপনার ব্যবসার রেজিস্ট্রেশন অবশ্যই পৌরসভা বা পঞ্চায়েত অফিসে করিয়ে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে রাখবেন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
কারা কারা মুদ্রা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন?
এককথায় সমস্ত ব্যবসায়ী। যারা ব্যবসা শুরু করতে চান এবং যারা ব্যবসা শুরু করেছেন, কিন্তু ব্যবসাকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে চান, তারা সবাই এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যারা ব্যবসা শুরু করতে চান তারা শিশু মুদ্রা লোনের জন্য আর প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা লোনের পরিমাণ অনুসারে কিশোর এবং তরুণ মুদ্রা প্রকল্পে অ্যাপ্লাই করবেন।
কতো দিনের মধ্যে মুদ্রা লোন পরিশোধ করতে হয়?
মেয়াদ অনুযায়ী ঋণ পরিশোধের সময় ৩ – ৫ বছর অবধি হয়।
মুদ্রা লোনে সুদের হার কত?
প্রায় সমস্ত ব্যাঙ্কেই বার্ষিক সুদের হার ১১ – ২০% এর মধ্যে থাকে।
মুদ্রা লোনে কোনো প্রকার সাবসিডি বা ছাড় পাওয়া যায়?
না, মুদ্রা লোনে কোনো প্রকার সাবসিডি নেই।
শহরের বাসিন্দা মুদ্রা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন?
হ্যাঁ, শহরের বাসিন্দা মুদ্রা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন।
মুদ্রা লোন স্কিমে সর্বোচ্চ কত টাকার লোন নেওয়া যেতে পারে?
সর্বাধিক ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়া যেতে পারে।
প্রথমে ব্যাবসা শুরু করার জন্য কেউ কী শিশু লোন আবেদন করতে পারে? উপায় কী?
আমি BA পাশ. জব নেই. তাই ব্যাপসার জন্য লোন
নিতে চাই.
Nizam Uddin
HS pass
ব্যবসার জন্য লোন নিতে চাই।
কোথায় কিভাবে আবেদন করব?
রেট অফ ইন্টারেস্ট কতো?
Sayed manick
হ্যাঁ, প্রথমে কেউ ব্যবসা শুরু করার জন্য মুদ্রা লোন নিতে পারে।
সুদের হার বছরে ১১-২০%। ওটা ব্যাঙ্ক ও ব্যবসার উপর নির্ভর করবে।
Ami to kobei applay korechi mudra lon yojona kintu kisui to ho66e na