আজকাল বাজারে আইসক্রিমের চাহিদা প্রতিদিন বাড়ছে। আইসক্রিম খেতে কে না ভালোবাসে। আর তাই, দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে আইসক্রিমের কোন এর চাহিদা । আমরা মেশিনের সাহায্যে আইসক্রিমের কোন তৈরি করে দোকানে, শপিং মলে, খুচরো ক্রেতা এবং আইসক্রিম প্রস্তুতকারক সংস্থায় অর্ডার অনুযায়ি সাপ্লাই করতে পারি।
আইসক্রিমের কোন তৈরির পদ্ধতি :
কোন তৈরির জন্য প্রয়োজন একটি ইলেক্ট্রিক্যাল হিটার সহ স্বয়ংক্রিয় মেশিন । কোন তৈরির জন্য উপকরণ হিসেবে লাগবে ভুট্টাদানা, ময়দা, দুধ, সুগন্ধি, চিনি ও পরিমাণমতো বেকিং পাউডার। এই উপকরণ গুলির একটি মিশ্রণ বানিয়ে মিশ্রণটিকে মেশিনের নির্দিষ্ট জায়গায় দিয়ে দিতে হবে। এরপর ইলেক্ট্রিক্যাল হিটারটি চালু করে দিলে এই স্বয়ংক্রিয় মেশিনে নিজে থেকেই কোন তৈরি করে দেবে।
অবশ্যই পড়ুন: নিচের লিঙ্কে ক্লিক করে –
আপনার ব্যবসার জন্য উপযুক্ত জায়গা নির্বাচন, লাইসেন্স ও মেশিন কেনার ঠিকানা
মেশিনের দাম :
স্বয়ংক্রিয় এই মেশিনের দাম ১,৫০,০০০ টাকা এবং ডাইসের খরচ পড়বে ১০,০০০ টাকা।
পাইকারি কোন কিনতে চাই।
how much price ice cream cone making machine
how much ice cream cone making machine