আজকের দিনে খাতার ব্যবহার স্কুল-কলেজ, অফিস- আদালত , দোকান – পত্র সর্বত্রই সারাবছর আছে। তাই, আমরা লাইন টানা, সাদা, বিঞ্জানের প্র্যাকটিক্যাল খাতা, হিসাব পত্রের লেজার বুক মেশিনের সাহায্যে তৈরি করে দোকানে সাপ্লাই করতে পারি। খাতার ব্যবহার যেহেতু সারাবছরই থাকে, তাই এই ব্যবসা অনেক বেশি স্থায়িত্ব থাকবে।
Post Contents
খাতা তৈরির পদ্ধতি:
খাতা তৈরির জন্য প্রয়োজন রিম কাগজ। সস্তায় এই কাগজ পাওয়া যায় কলকাতার বৈঠকখানা বাজার ও রাজাবাজার অঞ্চলে। ভালো সাপ্লায়ারের কাছ থেকে সঠিক মূল্যে এই রিম কাগজ কিনে নিতে হবে। রিম কাগজের মূল্য প্রতি কেজি ৪৫ – ৬৫ পর্যন্ত হয়ে থাকে, গুণগত মানের উপর দাম নির্ভর করবে। এরপর পেপার কাটিং মেশিনের সাহায্যে খাতার মাপ অনুযায়ী তা কাটতে হবে। রুলিং মেশিনের সাহায্যে লাইন টানা খাতা ও লেজার বুক তৈরি হয়। রুলিং মেশিন দিয়ে সাদা পাতায় প্রয়োজন মতো লাইন টেনে নিতে হবে। পৃষ্ঠা নম্বর এবং সিরিয়াল নম্বর বসানোর জন্য চায় কাউন্টিং মেশিনের। বিভিন্ন ডিজাইনের, রঙের এবং সাইজের মলাট বাজার থেকে কিনে নিতে হবে। খাতা সেলাই করতে হবে স্টিচিং মেশিন দিয়ে। খাতা তৈরির পর খাতার কাগজগুলো ফুলে থাকলে তা একটি হার্ডপ্রেসে অনেকগুলো খাতা সাজিয়ে রেখে দিলে ঘন্টা ২-৩ থাকার পর খাতাগুলি সমান হয়ে যাবে। এইভাবে আমাদের খাতা তৈরি হয়ে যাবে এবং কস্টিং অনুযায়ি তা আমাদের দোকানে সাপ্লাই দিতে হবে।
মেশিনের দাম:
৩২ ইঞ্চি মোটরচালিত কাটিং মেশিনটির দাম পড়বে ১,৩০,০০০ টাকা। রুলিং মেশিনের দাম আনুমানিক ৮০,০০০ টাকা। স্টিচিং মেশিনের দাম ৩৫,০০০ টাকা। মোটরচালিত কাউন্টিং মেশিনের দাম ৩০,০০০ এবং হস্ত চালিত কাউন্টিং মেশিনের দাম ১,২০০ টাকা।
অবশ্যই পড়ুন: নিচের লিঙ্কে ক্লিক করে –
আপনার ব্যবসার জন্য উপযুক্ত জায়গা নির্বাচন, লাইসেন্স ও মেশিন কেনার ঠিকানা
টিপস:
যে কোনো ব্যবসাই বাজারে উন্নতি সাধন করে তার মার্কেট পলিসির উপর। এর জন্য প্রাথমিকভাবে মার্কেটে প্রমোশন ও অ্যাডভার্টাইজিং করতে হবে। তবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খাতার কোয়ালিটি সবসময় মেনটন রাখতে হবে।
at the starting of my homepage. Thanks.