স্কুল – কলেজ, অফিস – আদালত, দোকান – পত্র সব জায়গাতেই পেনের ব্যবহার প্রতিদিন হয়। তাই , সারা বছরই মার্কেটে পেনের চাহিদা থাকে। মেশিনের সাহায্যে খুব কম খরচেই বল পেন তৈরি করা যায়। এই পেন আমরা বিভিন্ন দোকানে ,কোনো কোম্পানির অর্ডার নিয়ে তার অর্ডার অনুযায়ি এছাড়া নিজের কোম্পানির নামে তৈরি করে বাজারে বিক্রি করতে পারি।
পদ্ধতি :
প্রথমে সস্তায় কলকাতার বড়বাজার অঞ্চল থেকে রিফিলের টিউব, কালি,নিব কিনে আনতে হবে। ১০০০ টি রিফিলের টিউব, ১০০০ টি নিব এবং ১ কিলোগ্রাম কালির দাম পড়বে আনুমানিক ৬,০০০ টাকা। অর্ডার দিলে এই সকল কাঁচামাল মেশিন বিক্রি সংস্হায় জোগান দেয়। এর জন্য মোট ৫ টি মেশিন লাগে। রিফিলের মুখে গার্ড লাগানোর জন্য ২ টি মেশিন, ভাইব্রেটর মেশিন, নডাল মেশিন এবং কালি রিফিল করার মেশিন। এইসব মেশিনের সাহায্যে বল পেন তৈরি হয়ে গেলে পেনের গায়ে কোম্পানির নাম লিখে তা আমরা বাজারে সাপ্লাই করতে পারি।
মেশিনের দাম :
বল পেন তৈরির এই ৫ টি মেশিনের একত্রে দাম পড়বে প্রায় ২৩,০০০ টাকা। পেনের গায়ে কোম্পানির নাম লেখার মেশিনটির দাম ১৫,০০০ টাকা।
অবশ্যই পড়ুন: নিচের লিঙ্কে ক্লিক করে –
আপনার ব্যবসার জন্য উপযুক্ত জায়গা নির্বাচন, লাইসেন্স ও মেশিন কেনার ঠিকানা
আমার একটি মেশিন লাগবে