খুব কম খরচে ব্যবসা খুলে ভালো রোজগারের যে আইডিয়াগুলি হতে পারে তার মধ্যে অন্যতম হল এই মেশিনের সাহায্যে বাইক বা স্কুটার ওয়াশ করা। তাই তো, হ্যাঁ এটি খুবই লাভজনক ব্যবসা তবে আপনার এই ব্যবসাটি একটি জনবহুল এলাকায় রাস্তার পাশে হওয়া দরকার। আপনার নিজের বাড়িতে যদি জায়গা থাকে সেখানেও খুলতে পারেন। আজকাল প্রায় সব বাড়িতেই কম বেশি বাইক বা স্কুটার আছে এবং সবাই নিজে পরিস্কার করতে পছন্দ করেন না। সেইজন্য তারা বাইক টিকে পরিস্কার করানোর জন্য এই বাইক ওয়াশ দোকানে নিয়ে আসেন।
মেশিন ও যন্ত্রপাতি:
এই প্ল্যান্টটির জন্য উচ্চ চাপ পাম্প মেশিন প্রয়োজন। তাছাড়া আনুসাঙ্গিক যে জিনিস গুলি প্রয়োজন তা হল-
জল সরবরাহের জন্য সাব মার্শাল, জল সঞ্চয় করে রাখার জন্য জলের ট্যাঙ্ক। আপনার এলাকায় যদি ভালো বিদ্যুৎ সরবরাহ না থাকে তাহলে ইলেকট্রিক সাপ্লাই এর জন্য একটি জেনারেটর। গাড়ি পরিস্কার করার জন্য একটি সিমেন্টের তৈরি স্ল্যাব।
মেশিনের দাম:
উচ্চ চাপ পাম্প মেশিনের দাম প্রায় ২৫,০০০-৩০, ০০০ টাকা। বাকি আনুসাঙ্গিক জিনিস গুলির খরচ মিলিয়ে প্রায় ১,০০,০০০ টাকার কাছাকাছি।
পদ্ধতি:
বাইক বা কার ওয়াশার মেশিনটি একটি উচ্চ চাপ যুক্ত পাম্প মেশিন। যা জলকে খুব জোরে চাপ দিয়ে জেটের বাইরে বেরিয়ে আসতে সাহায্য করে এবং এর মাধ্যমে গাড়ির সমস্ত ধুলো ময়লা পরিষ্কার করা হয়।
টিপস:
এই ব্যবসা খুবই লাভজনক হবে কারণ আজকাল একটি বাইক পরিস্কার করার মূল্য ৫০ টাকার কম ও কার পরিস্কার করার মূল্য ১০০ টাকার নিচে কোথাও নেয় না। এই ব্যবসা ভালোভাবে রানিং করানোর জন্য প্রয়োজন আপনার কোয়ালিটি সার্ভিস। সার্ভিস ভালো দিলে পুরনো কাস্টমার ফিরে ফিরে আপনার দোকানে আসবে আর তার সাথে নতুন কাস্টমার ও। এইভাবে আপনার ব্যবসা জমে উঠবে। এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, গাড়ি ওয়াশ করতে আসা কাস্টমারের ওয়েটিং টাইম যেন কম হয়, যত তাড়াতাড়ি পারবেন ভালো সার্ভিস দিয়ে গাড়ি ক্লিয়ার করবেন। কেননা আজকাল কারো কাছে সময় নেই আর কেউ ওয়েট করতে চায় না, মিনিমাম ৩০-৪০ মিনিটের মধ্যে চেষ্টা করবেন। শুধুমাত্র লেবারের কাজের উপর নির্ভরশীল হবেন না, লেবার যদি না আসে বা দোকানে ভিড় বেশি থাকে, নিজেও কাজটি করবেন, তবেই একমাত্র ব্যবসা উন্নতির পথে এগিয়ে যাবে।
অবশ্যই পড়ুন : নিচের লিঙ্কে ক্লিক করে –
আপনার ব্যবসার জন্য উপযুক্ত জায়গা নির্বাচন, লাইসেন্স ও মেশিন কেনার ঠিকানা